Alipurduar News: অতিরিক্ত রোজগারের আশায় দোকান তৈরিই কাল হল! নিয়ম ভাঙার 'অপরাধে' কাজ হারালেন চা শ্রমিক
- Published by:kaustav bhowmick
Last Updated:
অবস্থায় সংসার চালাতেই নিজের বাড়িতে ছোট দোকান খোলেন। এই দোকান করার জন্য গত ফেব্রুয়ারি মাসে কাজ থেকে বরখাস্ত করা হয়ে দিলীপ রাইকে।
আলিপুরদুয়ার: সারাদিন চা বাগানে হাড়ভাঙা খাটুনি খেটে দিনের শেষে মজুরি পান মাত্র ২৩২ টাকা। তা দিয়ে এই মাগ্গিগণ্ডার বাজারে সংসার চালানো কঠিন শুধু নয়, অসম্ভব। তাই ভেবেছিলেন চা শ্রমিকের কাজের পাশাপাশি অন্য কিছু একটা করে দুটো অতিরিক্ত রোজগার করলে পরিস্থিতি একটু হলেও শুধরোবে। তাই একটি ছোট খাবারের দোকান খুলেছিলেন দিলীপ রাই। কিন্তু সেই 'অপরাধে' ডিমা চা বাগানের কাজটাই খোয়াতে হল তাঁকে!
চা শ্রমিক দিলীপ রাইকে ব্যক্তিগত খাবারের দোকান খোলার অভিযোগে কাজ থেকে বরখাস্ত করেছে আলিপুরদুয়ারের ডিমা চা বাগান কর্তৃপক্ষ। বাগান কর্তৃপক্ষের এই সিদ্ধান্তের প্রতিবাদে পরিবারকে নিয়ে ধর্নায় বসেছেন ওই চা শ্রমিক। এই প্রসঙ্গে দিলীপ রাই বলেন, চা শ্রমিক হিসেবে আমাদের মজুরি অনেক কম। আর বাগান থেকেও কোনও সুযোগ সুবিধা পাওয়া যায় না। এই অবস্থায় সংসার চালাতেই নিজের বাড়িতে ছোট দোকান খুলি। এই দোকান করার জন্য গত ফেব্রুয়ারি মাসে কাজ থেকে বরখাস্ত করা হয়েছে। ওই চা শ্রমিক জানান, গত দু'মাস ধরে তিনি কাজে ফিরিয়ে নেওয়ার জন্য বাগান কতৃপক্ষকে অনেকবার অনুরোধ করছেন। কিন্তু কোনও লাভ হয়নি। ডিমা চা বাগান কর্তৃপক্ষ তাঁর দোকানটি ভেঙে ফেলতে বলেছে বলেও ওই চা শ্রমিকের অভিযোগ। দিলীপ রাই আরও বলেন, বংশ পরম্পরায় এই চা বাগানে আমরা কাজ করে আসছি। এই জমিতে আমাদেরও অধিকার আছে। কিন্তু বাগান কতৃপক্ষ আমাদের তা থেকে বঞ্চিত করছে। যতদিন না আমার কাজ ফিরিয়ে দিচ্ছে ততদিন পরিবার নিয়ে ধর্নায় বসে থাকব।
advertisement
আরও পড়ুন: ফের বিস্ফোরণে কেঁপে উঠল মুর্শিদাবাদ!
advertisement
ওই শ্রমিককে বরখাস্ত করার যুক্তি হিসেবে নিয়মের কথা তুলে ধরেছেন ডিমা চা বাগানের ম্যানেজার অভিজিৎ শর্মা। তিনি বলেন, আমরা কখনই বাগানের নিয়ম ভঙ্গ করতে পারব না। ওই শ্রমিক বাগান কতৃপক্ষের অনুমতি ছাড়াই বাগানের জমিতে দোকান তৈরি করে। তিনি যখন ওই কাজটি শুরু করেন সে সময় আমরা তাঁকে বাঁধা দিয়েছিলাম, এরপরও তিনি তা তৈরি করেছেন। যারপরে ওনাকে বারংবার আমরা শোকজ করেছিলাম, সেখানেও দিলীপ রাই এসে আমাদের কোনও জবাব দেননি। বাধ্য হয়ে তাঁকে বরখাস্ত করা হয় বলে ম্যানেজার জানান।
advertisement
অনন্যা দে
Location :
Kolkata,West Bengal
First Published :
April 17, 2023 2:22 PM IST
বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
Alipurduar News: অতিরিক্ত রোজগারের আশায় দোকান তৈরিই কাল হল! নিয়ম ভাঙার 'অপরাধে' কাজ হারালেন চা শ্রমিক