Rajya Sabha Election: নিজের হাতে চা বাগানের পাতা তুলতেন, সেই শ্রমিক‌ই রাজ্যসভার পথে

Last Updated:

আদিবাসী পরিবারের সদস্য ও চা শ্রমিক প্রকাশ চিক বরাইককে রাজ্যসভা নির্বাচনে প্রার্থী করেছে তৃণমূল। তাঁর জয় একরকম নিশ্চিত

আলিপুরদুয়ার: চা বাগানের শ্রমিক রাজ্যসভার পথে। শেষ মুহূর্তে বিরাট কোন‌ও অঘটন না ঘটলে কালচিনির চা শ্রমিক প্রকাশ চিক বরাইক আগামী ৬ বছরের জন্য রাজ্যসভার সাংসদ হতে চলেছেন। ইতিমধ্যেই তাঁর নাম রাজ্যসভার প্রার্থী হিসেবে ঘোষণা করেছে তৃণমূল। রাজ্যের শাসকদলের ৬ জন প্রার্থীর মধ্যে তিনি অন্যতম।
চা বাগানের একজন সামান্য শ্রমিক প্রকাশ চিক বরাইক ২০০৪ সালে শিলিগুড়ির সূর্য সেন কলেজ থেকে স্নাতক হন। ওয়ার্কার্স হাইস্কুল থেকে মাধ্যমিক পাশ করেন। উচ্চমাধ্যমিক পাশ করেছেন কালচিনির হিন্দি হাইস্কুল থেকে। ২০০৪ সালে স্নাতক হয়েই চা বাগানের কাজে যোগ দেন। পরবর্তীতে ২০১৮ সালে কুমারগ্রাম এনকেএস গ্রামপঞ্চায়েতের সদস্য হিসেবে পাঁচ বছরের জন্য নির্বাচিত হন। জনপ্রতিনিধি হিসেবে এটাই তাঁর একমাত্র অভিজ্ঞতা। তবে বর্তমানে তিনি আলিপুরদুয়ারে জেলা তৃণমূলের সভাপতি। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে জেলায় খারাপ ফলের পর তাঁকে এই পদে নিয়োগ করা হয়।
advertisement
advertisement
তবে দায়িত্ব পেয়েই কাজ করে দেখান প্রকাশ চিক বরাইক। বিধানসভা নির্বাচনের ব্যর্থতা মুছে দিয়ে গত বছর পুরসভা ভোটে ফালাকাটা ও আলিপুরদুয়ার বিপুলভাবে দখল করে তৃণমূল। এবারের পঞ্চায়েত ভোটেও তাঁর নেতৃত্বে বিজেপিকে আটকে জেলায় দুর্দান্ত ফল করেছে তৃণমূল। রাজনৈতিক মহলের ধারণা উত্তরবঙ্গে হারানো জমি পুনরুদ্ধারের লক্ষ্যে চা বলয়কে টার্গেট করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর সেই কারণেই চা শ্রমিক তথা আদিবাসী সম্প্রদায়ের প্রকাশ চিক বরাইককে রাজ্যসভায় পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল। হিসেব বলছে বিজেপি যদি কোন‌ও অতিরিক্ত আসনে প্রার্থী না দেয় তবে রাজ্যসভায় প্রকাশ চিক বরাইক সহ তৃণমূলের ৬ জন প্রার্থীর‌ই জয় নিশ্চিত।
advertisement
খোদ চা শ্রমিককে রাজ্যসভা নির্বাচনে প্রার্থী করায় খুশি ডুয়ার্সের চা বলয়ের শ্রমিকরা। এই প্রসঙ্গে তাঁর অনুভূতি জানতে চেয়ে প্রকাশ চিক বরাইকের সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, আমার লড়াই চা বাগান নিয়ে। শ্রমিকদের নিয়ে। এই কথাগুলোই সংসদে তুলব। অনেক বিষয় আছে যেটা আমি পার্লামেন্টে বলব।
অনন্যা দে
view comments
বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
Rajya Sabha Election: নিজের হাতে চা বাগানের পাতা তুলতেন, সেই শ্রমিক‌ই রাজ্যসভার পথে
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement