Sikkim Flash Flood: ‘দাদার নামে পুজো দিয়েছিল মা,’ কিন্তু সিকিম থেকে আর ফেরা হল না ছেলের

Last Updated:

শোকস্তব্ধ আলিপুরদুয়ার জেলার মধু চা বাগান।সিকিভের দুর্যোগ কেড়ে নিয়েছে বাগানের বাসিন্দা তথা সেনা জওয়ান বিমল ওরাঁও-এর প্রাণ।

+
বিমল

বিমল ওরাঁও

আলিপুরদুয়ার: শোকস্তব্ধ আলিপুরদুয়ার জেলার মধু চা বাগান। সিকিমের দুর্যোগ কেড়ে নিয়েছে বাগানের বাসিন্দা তথা সেনা জওয়ান বিমল ওরাঁও-এর প্রাণ।
প্রথমে এই বিষয়ে কিছুই জানতেন না তাঁর বাবা,মা। এদিন সকালে এলাকায় সেনা জওয়ানদের আনাগোনা দেখে কু’ডাকে তাদের মনে। অবশেষে জওয়ানের স্ত্রী তনুজা ওরাঁও তাঁদের সবটা বলেন। তারপর থেকে শোকে পাথর হয়ে যান জওয়ান বিমল ওরাঁও-এর বাবা,মা। মন শক্ত করে স্বামীর মরদেহ রাখার জায়গা ঠিক করতে দেখা যায় তার স্ত্রীকে।
আরও পড়ুন: টাকা না প্রেম, কেমন কাটবে এবারের পুজো? বলে দেবে আপনার নামের শুরুর অক্ষর
কয়েকদিন আগে বিন্নাগুড়ি ছাউনি থেকে তাকে বিশেষ কাজে পাঠান হয় সিকিমে। মঙ্গলবার রাতে সেখানে হ্রদ ভেঙে বিপর্যয়ের জেরে ঠিক কতজন জওয়ানের মৃত‍্যু হয়েছে তা এখনও কেউ জানেন না। কতজন মানুষের প্রাণ গিয়েছে তার হিসেব নেই।
advertisement
advertisement
মধু বাগানের মুন্সি লাইন এলাকার বাসিন্দা ছিলেন বিমল ওরাঁও। বয়স ৪০ বছর। বিমলের ভাই কমল ওরাঁও বলেন, “দাদা সিআরপিএফ জওয়ান ছিলেন। প্রথমে আমরা জানতাম দাদা নিখোঁজ রয়েছেন। এরপরেই গতকাল সেনার তরফে জানান হয় দাদা আর নেই। সিকিমে বিপর্যয়ের কথা জেনে বৌদি, মা মন্দিরে দাদার নামে গতকালই পুজো দিয়েছিলেন। আর তারপরেই এমন খবর।ভাবতেই পারছি না দাদা আর নেই।”
advertisement
Annanya Dey
view comments
বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
Sikkim Flash Flood: ‘দাদার নামে পুজো দিয়েছিল মা,’ কিন্তু সিকিম থেকে আর ফেরা হল না ছেলের
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement