Alipurduar News: প্রচন্ড বৃষ্টিতে জলমগ্ন কালচিনির বিভিন্ন এলাকা! চরম অসুবিধায় সাধারণ মানুষ

Last Updated:

রবিবার সারাদিন প্রচন্ড বৃষ্টির কারণে জলমগ্ন আলিপুরদুয়ার জেলার কালচিনির বিস্তর এলাকা। মাথায় হাত কালচিনির বাসিন্দাদের।

+
title=

আলিপুরদুয়ারঃ লাগাতার বৃষ্টিতে বন‍্যা পরিস্থিতি কালচিনির বিভিন্ন এলাকায়। মাথায় হাত কালচিনির বাসিন্দাদের। রবিবার সারাদিন প্রচন্ড বৃষ্টির কারণে জলমগ্ন আলিপুরদুয়ার জেলার কালচিনির বিস্তর এলাকা। কালচিনি স্টেশন লাইন, মোদি লাইন, শান্তি কলোনি, গুদাম লাইন জলমগ্ন হয়ে পড়েছে। বাসিন্দাদের ঘরে জল প্রবেশ করতে শুরু করেছে।
কালচিনি এলাকায় অবস্থিত চা বাগানগুলির সীমানা তৈরির ফলে এই অবস্থা সৃষ্টি হয়েছে বলে মনে করছেন কালচিনির বাসিন্দারা। এছাড়াও বেহাল নিকাশি ব‍্যবস্থার কারণে গত তিন বছর ধরে বর্ষায় জলমগ্ন হয়ে পড়ছে কালচিনির বিভিন্ন এলাকা।
advertisement
advertisement
বাসিন্দারা জানান, এই জল কখন নামবে তার কোনও ঠিক নেই। ঘরে জল প্রবেশ করে সব জিনিস নষ্ট হয়ে যাচ্ছে। সোমবার সকাল থেকেও ভারী বৃষ্টি লক্ষ্য করা যায় এলাকায়। বন‍্যা পরিস্থিতি ভয়ঙ্কর আকার নেবে বলে জানিয়েছেন এলাকার বাসিন্দারা।
Annanya Dey
view comments
বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
Alipurduar News: প্রচন্ড বৃষ্টিতে জলমগ্ন কালচিনির বিভিন্ন এলাকা! চরম অসুবিধায় সাধারণ মানুষ
Next Article
advertisement
রোম্যান্স আর অ্যাকশনকে মিশিয়েছেন এক খাতে, রইল বলিউডের ‘হি-ম্যান’ ধর্মেন্দ্রর যাত্রাপথের ঝলক
রোম্যান্স আর অ্যাকশনকে মিশিয়েছেন এক খাতে, বলিউডের ‘হি-ম্যান’ ধর্মেন্দ্রর যাত্রাপথের ঝলক
  • রোম্যান্স আর অ্যাকশনকে মিশিয়েছেন এক খাতে

  • রইল বলিউডের ‘হি-ম্যান’ ধর্মেন্দ্রর যাত্রাপথের ঝলক

  • ধর্মেন্দ্রর কেরিয়ার

VIEW MORE
advertisement
advertisement