Alipurduar News: চা বাগান জলের তলায়, বন্যার আতঙ্কে মেচপাড়া ও চুয়াপাড়াবাসী

Last Updated:

Alipurduar News: গত বছর ১৩ জুলাই পানা নদীর জল মেচপাড়া চা বাগানে প্রবেশ করায় বন্যা পরিস্থিতি তৈরি হয় সেখানে। বেশ কয়েকঘণ্টা আটকে থাকেন পাকা লাইন এলাকার বাসিন্দারা। বায়ুসেনার জওয়ানরা এসে তাঁদের উদ্ধার করেন।

+
পানা

পানা নদী

আলিপুরদুয়ার:গত বছর এরকম সময়েই ডুবে গিয়েছিল চা বাগান। নদীর কূল ছাপিয়ে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছিল মেচপাড়া চা বাগানে। সেই ১৩ জুলাই আসতে আর বেশি দেরি নেই। আতঙ্কিত আলিপুরদুয়ারের চুয়াপাড়া, মেচপাড়া এলাকার বাসিন্দারা। অতি বৃষ্টিতে ভুটানের পার্বত্য এলাকার পানা নদীর জল বাড়তেই প্রমাদ গুনছেন এলাকাবাসী।
কালচিনি ব্লকের মেচপাড়া চা বাগানে গতবার বন্যা পরিস্থিতির পর জেলা প্রশাসনের আর্জিতে কেন্দ্রের বিপর্যয় মোকাবিলা দফতরের ১৭ জন জওয়ানের একটি দল এসেছিলেন কালচিনি ব্লকের হ্যামিল্টনগঞ্জে। প্রতি বর্ষায় তাঁরা আসবেন এই এলাকাতে, এমনই জানিয়েছিলেন। বৃষ্টি বেশি হতেই ফুঁসে উঠেছে নদীর জল। ইতিমধ্যে নদীটি বালির বাঁধ ভেঙে ফেলেছে। লাগাতার ভারি বৃষ্টি চলতে থাকলে জল গ্রামে প্রবেশ করে ফের বন্যা পরিস্থিতি তৈরি হবে বলে আশঙ্কা বাসিন্দাদের। বালির বাঁধ নয়, এলাকায় পাকা বাঁধ দিলে তবেই এই সমস্যা মিটবে বলে জানিয়েছেন বাসিন্দারা।
advertisement
advertisement
গত বছর ১৩ জুলাই পানা নদীর জল মেচপাড়া চা বাগানে প্রবেশ করায় বন্যা পরিস্থিতি তৈরি হয় সেখানে। বেশ কয়েকঘণ্টা আটকে থাকেন পাকা লাইন এলাকার বাসিন্দারা। বায়ুসেনার জওয়ানরা এসে তাঁদের উদ্ধার করেন। এ বছরেও একই পরিস্থিতি হতে চলেছে, বাড়িঘর ক্ষতিগ্রস্থ হওয়ার আশঙ্কা বাসিন্দাদের।
advertisement
অনন্যা দে
view comments
বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
Alipurduar News: চা বাগান জলের তলায়, বন্যার আতঙ্কে মেচপাড়া ও চুয়াপাড়াবাসী
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement