Alipurduar News: আবার ঝোরার জলে ডুববে চাষের জমি? বাঁধ না হওয়ায় প্রশ্ন ছেত্রি লাইনে
- Published by:kaustav bhowmick
Last Updated:
এই এলাকায় আছে একটি ছোট ঝোরা। বর্ষাকালে এই ঝোরাই ভয়াবহ রূপ নেয়।ঝোরার জলে ঢুবে যায় একের পর এক কৃষিজমি।
আলিপুরদুয়ার: ঝোরার জলে বারবার ক্ষতিগ্রস্ত হয় জয়গাঁর ছেত্রি লাইন। যার ফলে সেখানকার বাসিন্দাদের জীবন যাপন করাটাই কঠিন হয়ে উঠেছে। এই পরিস্থিতি ঠিক করতে সেখানে দ্রুত একটি বাঁধ তৈরি করে দেওয়ার দাবি দীর্ঘদিন ধরে জানিয়ে আসছে এলাকার মানুষ।
পঞ্চায়েত নির্বাচন সামনেই। কিন্তু গত পাঁচ বছরে বাঁধ তৈরি হল না এই গ্রামে। আলিপুরদুয়ারের ছেত্রি লাইনে কৃষিজমির পরিমাণ বেশি। বছরের বিভিন্ন সময়ে এখানে ভুট্টা, সর্ষে সহ নানান রকম মরশুমি সবজি চাষ হয়। এভাবেই জীবিকা নির্বাহ করেন এখানকার বাসিন্দারা। এই এলাকায় আছে একটি ছোট ঝোরা। বর্ষাকালে এই ঝোরাই ভয়াবহ রূপ নেয়।ঝোরার জলে ঢুবে যায় একের পর এক কৃষিজমি।গত বছরের বর্ষায় এলাকার প্রায় পঞ্চাশ শতাংশ জমি চলে গিয়েছে ঝোরার জলের তলায়।
advertisement
advertisement
ওই বিপর্যয়ের কারণেই এই বছর এলাকায় ঠিক করে চাষ হয়নি। কিন্তু আর মাসখানেকের মধ্যে বর্ষা চলে আসবে। তার উপর সামনে পঞ্চায়েত নির্বাচন। তার আগে এই ঝোরায় বাঁধ না হওয়ায় ক্ষুদ্ধ এলাকার বাসিন্দারা। ফের ভাঙন ও চাষের জমি জলের তলায় চলে যাওয়া আতঙ্কে ভুগছেন তাঁরা। বাঁধের বিষয়ে পঞ্চায়েতের কাছে দরবার করেও কোনও লাভ হয়নি বলে অভিযোগ এলাকার বাসিন্দাদের।
advertisement
অনন্যা দে
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
April 15, 2023 1:22 PM IST
বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
Alipurduar News: আবার ঝোরার জলে ডুববে চাষের জমি? বাঁধ না হওয়ায় প্রশ্ন ছেত্রি লাইনে