Alipurduar News: সর্বভারতীয় নিটে সফল চা বলয়ের মেয়ে

Last Updated:

সর্বভারতীয় নিট পরীক্ষায় পাশ করে তাক লাগিয়ে দিলেন আলিপুরদুয়ারের চা বাগানের মেয়ে নিধি লামা

+
title=

আলিপুরদুয়ার: কোচিং ছাড়াই নিটে সফল হয়ে তাক লাগিয়ে দিল আলিপুরদুয়ারের চা বলয়ের মেয়ে নিধি লামা। গরিব ঘরের এই তরুণীর সফলতার কাহিনী বাকিদের কাছেও অনুপ্রেরণার হতে পারে‌। নিধি লামা এই মুহূর্তে কালচিনি চা বাগানের বুকিনবাড়ি এলাকায় আলোচনার কেন্দ্রে।
প্রথমবারের চেষ্টায় নিটে সাফল্য পাননি নিধি। তবে তিনি হাল ছেড়ে দেননি। অধ্যাবসায় ও একাগ্রতাকে সঙ্গী করে নিট পাশের জন্য পড়াশোনা চালিয়ে যেতে থাকেন। ইউটিউবে অনলাইন ক্লাস করে, বিভিন্ন বই সংগ্রহ করে পড়াশুনা করেছেন। আর তাতেই দ্বিতীয়বারের চেষ্টায় চমকপ্রদ সাফল্য পেল আলিপুরদুয়ারের এই মেয়ে।
advertisement
advertisement
কালচিনি চা বাগানের আউট ডিভিশনের বুকিনবাড়ির বাসিন্দা নিধি লামা। জয়গাঁর একটি বেসরকারি সিবিএসই বোর্ডের স্কুল থেকে ২০২২ সালে ৮৮ শতাংশ নম্বর নিয়ে টুয়েল স্ট্যান্ডার্ড পাশ করেন। গোড়া থেকেই ডাক্তার হওয়ার ইচ্ছে নিধির। তাই নিট পরীক্ষার প্রস্তুতি নেবেন বলে কলেজেও ভর্তি হননি। তার সেই লড়াই অবশেষে সফল হয়েছে। নিধি এবার নিট পাশ করে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে এমবিবিএস-এর প্রথম বর্ষে ভর্তি হয়েছেন।
advertisement
সবকিছু ঠিকঠাক থাকলে আগামী সেপ্টেম্বর মাস থেকেই ক্লাস শুরু হয়ে যাবে। নিধির বাবা নয়নদীপ লামা ছোট ঠিকাদারির কাজ করেন। মা সঞ্জু লামা অঙ্গনওয়াড়ি কর্মী। তাঁদের একমাত্র সন্তানের সাফল্যে দম্পতির চোখে খুশির জল। নিজের এই সাফল্য প্রসঙ্গে নিধি বলেন, একাগ্রতা ও অধ্যবসায় থাকলে যে কেউ নিজের স্বপ্ন পূরণ করতে পারবে।
অনন্যা দে
বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
Alipurduar News: সর্বভারতীয় নিটে সফল চা বলয়ের মেয়ে
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement