Independence Day: দেশ স্বাধীন হওয়ার তিন দিন পর জাতীয় পতাকা উঠেছিল বাংলার এই এলাকায়! কারণ জানলে অবাক হবেন
- Reported by:RUDRA NARAYAN ROY
- news18 bangla
- Published by:kaustav bhowmick
Last Updated:
১৫ অগস্ট নয়, পশ্চিমবঙ্গের বনগাঁয় ১৮ অগস্ট স্বাধীনতা দিবস পালন করা হয়
উত্তর ২৪ পরগনা: ভারত স্বাধীন হয়েছিল ১৯৪৭ সালের ১৫ অগস্ট। কিন্তু আজও বনগাঁর কিছু অংশে ১৮ অগস্ট স্বাধীনতা দিবস পালন করা হয়। অবাক হলেও এটা সত্যি। কারণ ১৯৪৭ সালে এই এলাকার মানুষ ১৫ অগস্ট জানতে পারেননি দেশ ইংরেজ শাসনের নাগপাশ থেকে মুক্ত হয়েছে। আসলে বনগাঁ মহকুমা সদ্যগঠিত ভারত না পূর্ব পাকিস্তানের অংশ হবে তা নিয়ে টানাপোড়েন চলছিল। উত্তর ২৪ পরগনার সীমান্ত লাগোয়া এই এলাকা ভারত স্বাধীন হওয়ার তিনদিন পর তার অংশ হয়। সেই থেকেই ১৮ অগস্ট বনগাঁর বেশ কিছু এলাকায় স্বাধীনতা দিবস পালন করা হয়।
ইতিহাসের পাতা উল্টে জানা যায়, ১৯৪৭ সালের ১৭ অগস্ট মধ্যরাতে বনগাঁ মহকুমার বিস্তীর্ণ এলাকার ভারতভুক্তির ঘোষণা হয়। তার পরের দিন অর্থাৎ ১৮ অগস্ট বনগাঁ প্রশাসনিক ভবনে প্রথম ভারতের জাতীয় পতাকা ওঠে। সেই থেকে এখনও এখানে ১৮ অগস্ট স্বাধীনতা দিবস পালন করে আসছেন বনগাঁ মহকুমা আদালতের আইনজীবীরা। ইতিহাসকে মনে রাখতেই তাঁদের এমন উদ্যোগ।
advertisement
advertisement
তৎকালীন ভাইসরয় লর্ড মাউন্টব্যাটেন ১৯৪৭ সালের ১২ অগস্ট ঘোষণা করেছিলেন ভারতকে ১৫ অগস্ট স্বাধীনতা দেওয়া হবে। ব্রিটিশ আধিকারিক সাইরিন ব়্যাডক্লিফের তৈরি মানচিত্রের ভিত্তিতে দেশ ভাগ হয়। তাতে বাংলার কিছু অংশ বিতর্কিত হিসেবে থেকে গিয়েছিল। বিশেষত উত্তর ২৪ পরগনা, নদিয়া, মালদহের হিন্দু প্রধান এলাকা তৎকালীন পূর্ব পাকিস্তান বা বর্তমান বাংলাদেশের অন্তর্ভুক্ত হয়ে গিয়েছিল। কিন্তু সেই ঘটনার প্রতিবাদ করা হয় জাতীয় নেতাদের পক্ষ থেকে। শেষমেষ দ্বিতীয়বার মাউন্টব্যাটেন নতুন করে মানচিত্র তৈরির পরামর্শ দেন। তিনি স্পষ্ট জানান, হিন্দু সম্প্রদায় মানুষদের ভারতের অংশ হিসেবে এবং সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের পূর্ব পাকিস্তানে অন্তর্ভুক্ত করতে হবে।
advertisement
এই দ্বিতীয়বার ভারত বিভাজনের মানচিত্র তৈরির কাজ শেষ হয় ১৭ অগস্ট মধ্যরাতে। এরফলে বিতর্কিত এলাকাগুলি দেশের মূল স্বাধীনতার তিনদিন পর ভারতের অন্তর্ভুক্ত হয়। তাই ১৮ অগস্ট জাতীয় পতাকা উত্তোলন হয় ওইসব এলাকায়। সেই স্মৃতি মনে রেখে শুক্রবার বনগাঁ মহকুমা আদালতে স্বাধীনতা দিবস পালিত হল। আইনজীবীরা এদিন জাতীয় পতাকা উত্তোলন করেন।
advertisement
রুদ্রনারায়ণ রায়
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
Aug 18, 2023 4:46 PM IST
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
Independence Day: দেশ স্বাধীন হওয়ার তিন দিন পর জাতীয় পতাকা উঠেছিল বাংলার এই এলাকায়! কারণ জানলে অবাক হবেন








