Mother and Son: ছেলে না কুলাঙ্গার, বাড়িতে ভাত না পেয়ে নিজের মায়ের সঙ্গেই এই কুকীর্তি করে ফেলল
- Published by:Debalina Datta
Last Updated:
Mother and Son: ভাত দেয়নি! সেই রাগে মাকে গলা টিপে খুন করল ছেলে!
আলিপুরদুয়ার: বৃদ্ধা মা ভাত দেয়নি, সেই রাগে ষাটোর্ধ্ব মাকে গলা টিপে খুন করল ছেলে। শুক্রবার সকালেই গুনধর ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ। হাড়হিম করা এই ঘটনা কোন অজপাড়া গাঁয়ে ঘটেনি। একেবারে আলিপুরদুয়ার শহরের তিন নম্বর ওয়ার্ডে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। ঘটনার তদন্ত শুরু করেছে আলিপুরদুয়ার থানার পুলিশ।
পুলিশ শুক্রবার সকালে মায়ের নিথর দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য আলিপুরদুয়ার জেলা সদর হাসপাতালে পাঠিয়েছে। জানা গিয়েছে আলিপুরদুয়ার শহরের তিন নম্বর ওয়ার্ডে কলেজ পাড়াতে ষাটোর্ধ্ব বৃদ্ধা মীরা বিশ্বাস একমাত্র ছেলে ২৯ বছরের গৌরাঙ্গ বিশ্বাসের সঙ্গে থাকত। প্রতিবেশীদের কাছ থেকে জানা গেছে বৃহস্পতিবার রাত ১২ টার পর বাড়ি ফেরে গৌরাঙ্গ। সে সময় ভাত চাইলে ভাত দেননি মীরা বিশ্বাস।
advertisement
আরও দেখুন-
advertisement
পরে গৌরাঙ্গ ভাতের হাড়িতে দেখে ভাত নেই। তখনই রক্তচক্ষু ছেলে প্রথমে মাকে মারতে শুরু করে। পরে গলা টিপে মাকে খুন করে ছেলে। প্রতিবেশিরা প্রথমে ভাবে তাদের মা ছেলের ঝগড়া মিটে গেছে। কিন্তু সকালে বৃদ্ধা মীরা বিশ্বাসের কোনও সাড়া না পেয়ে খোঁজ করলে দেখা যায় বিছানায় লুটিয়ে রয়েছে বৃদ্ধা।
advertisement
আরও পড়ুন - Kolkata Latest Weather Alert|| জ্বলছে কলকাতা, শনশনিয়ে লু, তাপমাত্রা এবার সত্যি ভয় দেখছে
পুলিশে খবর দিলে আলিপুরদুয়ার পুলিশ বৃদ্ধা মীরা বিশ্বাসের মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠায়। সকালে বাড়িতেই ছিলেন গৌরাঙ্গ বিশ্বাস। বাড়ি থেকেই পুলিশ তাকে গ্রেফতার করেছে। এই ঘটনার খবর পেয়ে আলিপুরদুয়ারের শিমলাবাড়ি থেকে বৃদ্ধার মেয়ে গোপা বিশ্বাস ছুটে এসেছেন। তিনিই ভাইয়ের বিরুদ্ধে আলিপুরদুয়ার থানায় অভিযোগ জানিয়েছেন। গোপা বিশ্বাস বলেন, " ভাই মাকে খুনের কথা স্বীকার করেছে। ভাইয়ের কড়া শাস্তি চাই। মাঝে মধ্যেই মদ্যপ অবস্থায় মাকে মারধর করতো ভাই।’’
advertisement
Rajkumar Karmakar
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
April 14, 2023 6:02 PM IST
বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
Mother and Son: ছেলে না কুলাঙ্গার, বাড়িতে ভাত না পেয়ে নিজের মায়ের সঙ্গেই এই কুকীর্তি করে ফেলল