Alipurduar News: ক্লাউডেড লেপার্ডের চামড়া ও বন্যপ্রাণীর দেহাংশ সহ গ্রেফতার এক ব্যক্তি
- Published by:Pooja Basu
Last Updated:
দু’বছর আগে ভারত-ভুটান সীমান্তবর্তী এলাকার জয়গাঁ সুভাষপল্লী থেকে লুপ্তপ্রায় ক্লাউডেড লেপার্ডের চামড়া সহ গ্রেফতার হয়েছিল দুই ভুটানের নাগরিক।
#আলিপুরদুয়ার: ক্লাউডেড লেপার্ডের চামড়া ও ভাল্লুকের পিত্তথলি সহ এক ব্যক্তিকে গ্রেফতার করল জয়গাঁ থানার পুলিশ ও বন দফতরের হ্যামিল্টনগঞ্জ রেঞ্জ।গোপন সূত্রের খবরের ভিত্তিতে যৌথ অভিযানে মেলে সাফল্য। জয়গাঁ থানা সূত্রে জানা গিয়েছে,উত্তর চব্বিশ পরগণা জেলা থেকে জয় বিজয় রায় নামের এক ব্যক্তি একটি ব্যাগে করে স্নো লেপার্ডের চামড়া,ভাল্লুকের পিত্ত নিয়ে এসেছিল।এই ব্যক্তি উত্তর চব্বিশ পরগণার হাবড়া কাশিপুরের বাসিন্দা।রবিবার বিকেলেই সে হাসিমারায় এসে পৌঁছছে নাকি আগে থেকেই এই এলাকায় ছিল সে তা স্পষ্ট করেনি পুলিশ।তবে পুলিশ ও বনদফতরের কাছে খবর ছিল ভুটানগামী এশিয়ান হাইওয়েতে এক ব্যক্তি ক্লাউডেড লেপার্ডের চামড়া ভর্তি ব্যাগ নিয়ে অপেক্ষা করবে।
সেই ভিত্তিতে ডুয়ার্স ধাবার আগে এক ব্যক্তিকে বিকেলে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।তাকে জিঞ্জাসাবাদ করতেই অসংলগ্ন কথাবার্তা শুনতে পায় পুলিশ ও বনকর্মীরা।এরপর তার ব্যাগে তল্লাশি নিতেই বেরিয়ে আসে ক্লাউডেড লেপার্ডের চামড়া।বনদফতর সূত্রে জানা যায়,যার ওজন 186 গ্রাম পাশাপাশি চারটি বিভিন্ন মাপের ভাল্লুকের পিত্তথলি পাওয়া যায়।সেগুলির ওজন যথাক্রমে 76 গ্রাম, 31গ্রাম, 25 গ্রাম ও 15 গ্রাম।
advertisement
আরও পড়ুন বিলাশবহুল বাড়ি সহ সম্পত্তির হিসাবে দিয়ে দুর্নীতির অভিযোগে তৃণমূল নেতাদের নামে পোস্টার! চাঞ্চল্য
পাঁচশো ত্রিশ গ্রাম শুয়োপোকার দেহের রোমশ অংশ পাওয়া যায়। এরপর তাকে গ্রেফতার করে পুলিশ ও বনকর্মীরা। তাকে নিয়ে আসা হয়েছে জয়গাঁ থানায়।সোমবার তাকে কোর্টে তোলা হবে। বরাবরই বন্যপ্রাণীর দেহাংশ ও চামড়া পাচারের স্বর্গরাজ্য জয়গাঁ এলাকা।জয়গাঁ হয়েই ভুটানে বন্যপ্রাণীর দেহাংশ ও চামড়া পাচার করার ছক কষেন পাচারকারীরা।মাঝে এই কার্যকলাপ বন্ধ থাকলেও বর্তমানে ফের শুরু হয়েছে পাচারের কাজ।এই নিয়ে যথেষ্ট নড়েচড়ে বসেছে পুলিশ প্রশাসন ও বনবিভাগ।এই অভিযান আগামীতেও চলবে বলে পুলিশ সূত্রে খবর।
advertisement
advertisement
এদিকে রবিবার রাতে হ্যামিল্টনগঞ্জ রেঞ্জ অফিসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বক্সা টাইগার রিজার্ভের এডিএফও এন কে ঝা জানান, "উত্তর-পূর্ব ভারত থেকে আনা হয়েছিল ক্লাউডেড লেপার্ডের চামড়া,ভাল্লুকের পিত্তথলি।এটি একটি আন্তর্জাতিক পাচারচক্র।বাকিদের খোঁজে তল্লাশি চলছে।"
advertisement
দু’বছর আগে ভারত-ভুটান সীমান্তবর্তী এলাকার জয়গাঁ সুভাষপল্লী থেকে লুপ্তপ্রায় ক্লাউডেড লেপার্ডের চামড়া সহ গ্রেফতার হয়েছিল দুই ভুটানের নাগরিক। ধৃতদের নাম রাজ গোলে এবং খেমাল ছেত্রী । পাচারের জন্যই লুপ্তপ্রায় ওই লেপার্ডের চামড়া নিয়ে যাওয়া হচ্ছিল। গোপন সূত্রে খবর পেয়ে জয়ঁগায় যৌথ অভিযান চালায় বনদপ্তরের কোদালবস্তি রেঞ্জ ও SSB-53 ব্যাটেলিয়ন। সেখানে থেকে আটক করা হয় ক্লাউডেড লেপার্ডের চামড়াসহ দু’জনকে।
advertisement
Annanya Dey
view commentsLocation :
First Published :
August 29, 2022 8:56 AM IST
বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
Alipurduar News: ক্লাউডেড লেপার্ডের চামড়া ও বন্যপ্রাণীর দেহাংশ সহ গ্রেফতার এক ব্যক্তি

