Alipurduar News: এগিয়ে আসছে তোর্ষা! ভয়ে বাড়ির জানলা দরজা খুলে নিয়ে পালাচ্ছে মানুষজন
- Published by:Ananya Chakraborty
- hyperlocal
- Reported by:ANNANYA DEY
Last Updated:
প্রতিদিন ভয়াবহ রূপ নিচ্ছে তোর্ষা। যা দেখে ভীত হয়ে এলাকা ছেড়ে যাচ্ছেন ছোট মেচিয়াবস্তি এলাকার বাসিন্দারা।
আলিপুরদুয়ার: প্রতিদিন ভয়াবহ রূপ নিচ্ছে তোর্ষা। যা দেখে ভীত এলাকাবাসীরা ছেড়ে যাচ্ছেন এলাকা। ঘটনাটি ছোট মেচিয়াবস্তি এলাকার। ভারত-ভুটান সীমান্তে জয়গাঁ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ছোটো মেচিয়াবস্তির তোর্ষা নদীর তীরবর্তী এলাকার বাসিন্দারা ঘর বাড়ি ছেড়ে পালাতে করতে শুরু করেছে।তোর্ষার জলে তলিয়ে গিয়েছে বাড়ির উঠোন।এখন শুধু ঘরটাই চলে যাওয়া বাকি।
বেশি মাত্রায় ভাঙন শুরু হয়েছে তোর্ষায়। এলাকায় গেলে দেখা যাচ্ছে এই ছবি। জানা গিয়েছে ইতিমধ্যে তোর্ষা নদীর গর্ভে ছয়টি ঘর চলে গিয়েছে। বর্তমানে তোর্ষা নদীর তীরবর্তী এলাকায় রয়েছে দশটি পরিবার। এই সমস্ত পরিবারের সদস্যরা ঘরবাড়ি ছেড়ে চলে যাচ্ছে। পালিয়ে যাওয়ার আগে নিজেদের ঘরের জানলা, দরজা, টিন সব খুলে নিয়ে চলে যাচ্ছেন তারা।
advertisement
advertisement
এলাকার বাসিন্দা মনা দে সরকার জানান, “নদীর গর্ভে ঘর চলে গেলে কিছুই বাঁচানো যাবেনা। তাই যতটুকু সম্ভব নদী গর্ভে ঘর যাওয়ার পূর্বেই ঘরের জিনিসপত্র নিয়ে চলে যাচ্ছি। কেউ তো খোঁজ নিতেও আসছে না। নিজেদের সুরক্ষা নিজেদেরকেই করতে হচ্ছে।”
advertisement
Annanya Dey
Location :
Kolkata,West Bengal
First Published :
July 18, 2023 8:36 PM IST
বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
Alipurduar News: এগিয়ে আসছে তোর্ষা! ভয়ে বাড়ির জানলা দরজা খুলে নিয়ে পালাচ্ছে মানুষজন