আলিপুরদুয়ার: বুধবার গভীর রাতে আগুন লেগে পুড়ে ছাই হয়ে গেল শালকুমারহাটের পাটের গুদাম। চেষ্টা করেও আগুন নিয়ন্ত্রণ আনা সম্ভব হয়নি। আগুনের তীব্রতা এত বেশি ছিল যে ভয়ের চোটে সারারাত দু'চোখের পাতা এক করতে পারেননি স্থানীয় বাসিন্দারা।
আলিপুরদুয়ারের শালকুমারহাটের পাটের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয়দের কাছ থেকে পাট গুদামে আগুন লাগার খবর পেয়ে ফালাকাটা থেকে দমকলের একটি ইঞ্জিন প্রথমে আসে। কিন্তু আগুন আরও ছড়িয়ে পড়ায় পরিস্থিতির প্রয়োজন বুঝে আলিপুরদুয়ার থেকে দমকলের আরেকটি ইঞ্জিন নিয়ে আসা হয়। দমকল কর্মীদের কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
আরও পড়ুন: অর্ধেক কমেছে বাংলা ক্যালেন্ডারের বরাত, আগ্রহ হারাচ্ছেন ভিন রাজ্যের দক্ষ ছাপা শিল্পীরা
এই অগ্নিকাণ্ড প্রসঙ্গে স্থানীয় বাসিন্দা বাচ্চু দে বলেন, রাত আনুমানিক একটা নাগাদ হরিপ্রসাদ শর্মার পাটের গুদামে আগুন লাগে। প্রথমে এলাকার বাসিন্দারা আগুন নেভানোর চেষ্টা করেন। ইতিমধ্যেই খবর পেয়ে এসে হাজির হয় দমকল। এই অগ্নিকাণ্ডের ঘটনায় গুদাম মালিকের প্রায় পঞ্চাশ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে তিনি জানান। কীভাবে এই আগুন লাগল খতিয়ে দেখছে দমকল।
অনন্যা দে
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Alipurduar news, Fire