North 24 Parganas News: অর্ধেক কমেছে বাংলা ক্যালেন্ডারের বরাত, আগ্রহ হারাচ্ছেন ভিন রাজ্যের দক্ষ ছাপা শিল্পীরা
- Published by:Ananya Chakraborty
Last Updated:
ক্যালেন্ডার ছাপানোর জন্য বহু যুগ ধরে ভিন রাজ্যের কর্মীরা বাংলায় আসেন। যদিও তাঁদের চাহিদা আগে থেকে অনেকটাই কমেছে।
উত্তর ২৪ পরগনা: মাথার উপর সূর্যের গনগনে আঁচ আর পায়ের নীচে তপ্ত মাটি জানান দিচ্ছে চৈত্রের শেষ লগ্ন উপস্থিত। মাঝে আর একদিন, শনিবার পয়লা বৈশাখ। নতুন বাংলা বছরের শুরু। আর পয়লা বৈশাখ মানেই হালখাতা। হালখাতা করতে যাওয়া ক্রেতাদের হাতে মিষ্টির প্যাকেটের সঙ্গে বাংলা ক্যালেন্ডার তুলে দেওয়া এক সময় নিয়মে পরিণত হয়েছিল। কিন্তু যুগ বদলেছে।
আজও বাঙালি দোকানে দোকানে পয়লা বৈশাখের দিন হালখাতা হয়। কিন্তু সেখানে লাল খেরোর খাতা বা বাংলা ক্যালেন্ডারের প্রচলন ক্রমশই কমছে। এর পিছনে ডিজিটাল যুগকে দায়ী করছেন অনেকে। বর্তমানে স্মার্টফোনে যাবতীয় ক্যালেন্ডার দেখে নেওয়া যায়। ফলে আগের মত বাড়ির দেওয়ালে দেওয়ালে ক্যালেন্ডার ঝোলার প্রয়োজনীয়তা ফুরিয়েছে। আর সেই কারণেই হালখাতায় বাংলা ক্যালেন্ডার দেওয়ার প্রচলন আগের থেকে অনেকটাই কমে এসেছে।
advertisement
advertisement
তবে হাতে গোনা কিছু জায়গায় এখনও পুরনো রীতি বজায় রেখেই দেওয়া হয় নতুন ছাপা বাংলা ক্যালেন্ডার। আর এই ক্যালেন্ডার ছাপানোর জন্য বহু যুগ ধরে ভিন রাজ্যের কর্মীরা বাংলায় আসেন। যদিও তাঁদের চাহিদা আগে থেকে অনেকটাই কমেছে। জেলার বুকে হাতে গোনা যে কয়েকটি জায়গায় ক্যালেন্ডার তৈরি হয় তার মধ্যে অন্যতম হাবড়ার পোস্ট অফিস রোডের ছাপাখানা।
advertisement
এক সময় পয়লা বৈশাখের আগে এই ছাপাখানায় দম ফেলার ফুসরত মিলত না। বিপুল সংখ্যক ক্যালেন্ডারের বরাত থাকত। এই কাজে বিশেষভাবে দক্ষ ভিন রাজ্যের কর্মীরা আসতেন। কিন্তু বর্তমানে পয়লা বৈশাখের আগে বাংলা ক্যালেন্ডারের অর্ডার প্রায় ৫০ শতাংশ কমে গিয়েছে। আগামী দিনে আদৌ আর ভিন রাজ্যের কর্মীরা এই অল্প সংখ্যক ক্যালেন্ডার ছাপাতে বাংলায় আসবেন কিনা তা নিয়েও সংশয় তৈরি হয়েছে। সব মিলিয়ে ডিজিটাল যুগের হাত ধরে অস্তিত্ব সঙ্কটের মুখে বাঙালির ক্যালেন্ডার ছাপা শিল্প।
advertisement
রুদ্রনারায়ণ রায়
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
April 13, 2023 2:48 PM IST
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News: অর্ধেক কমেছে বাংলা ক্যালেন্ডারের বরাত, আগ্রহ হারাচ্ছেন ভিন রাজ্যের দক্ষ ছাপা শিল্পীরা