Alipurduar: তীব্র পানীয় জল সঙ্কট আইসিডিএস কেন্দ্রে! সমস্যায় শিশুরা

Last Updated:

আই সি ডি এস কেন্দ্রে নেই পানীয় জল,সমস্যায় কর্মী থেকে শিশুরা। সুসংহত শিশু বিকাশ প্রকল্পের একটি কেন্দ্র রয়েছে কুমারগ্রাম ব্লকের ভলকা বারবিশা গ্রাম পঞ্চায়েতের রাধানগরে।

+
title=

#আলিপুরদুয়ার : আই সি ডি এস কেন্দ্রে নেই পানীয় জল,সমস্যায় কর্মী থেকে শিশুরা। সুসংহত শিশু বিকাশ প্রকল্পের একটি কেন্দ্র রয়েছে কুমারগ্রাম ব্লকের ভলকা বারবিশা গ্রাম পঞ্চায়েতের রাধানগরে। সেই কেন্দ্রে পাকা ঘর আছে, আছেন ওই কেন্দ্রের দায়িত্ব প্রাপ্ত ওয়ার্কার এবং সহ‌যোগী। তারা প্রতিদিন নিয়ম করে গ্রামের শিশুদের জন্য খাবার রান্না করেন। গ্রামের শিশুরাও প্রতিদিন ওই কেন্দ্রে এসে খাবার খেয়ে যায়। কিন্তু ওই কেন্দ্রে নলকূপ ও পি এইচ ই এর জলের সংযোগ থাকলেও জল বের হয় না একটির থেকেও।
 
 
advertisement
কেন্দ্রটিকে উদ্দেশ্য করে বসানো জলের নলকূপেরও একই অবস্থা, সেটিও জলদান থেকে অবসর নিয়েছে তৈরি হওয়ার কিছুদিন পরেই। তাই বাচ্চাদের খাবার তৈরি থেকে পানীয় জলের ব্যবস্থা সবটাই করতে হয় গ্রামের বাসিন্দাদের বাড়ি থেকে জল এনে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েও মেলেনি সুরাহা। শিশুদের অভিভাবকদের অভিযোগ প্রায় দশ মাস ধরে বন্ধ পানীয় জলের ব্যবস্থা।
advertisement
 
কোন জল এনে রান্নার কাজ করা হচ্ছে তা তারা জানেন না। শিশুদের এই আইসিডিএস সেন্টারে নিয়ে আসতে ভয় পান তারা। নিজেদের সমস্যার কথা ক্ষোভের সুরে বলেছেন সহায়িকারা।কারণ শিক্ষিকারা সবদিন না এলেও তাদের শিশুদের খাবার দিতে হয়।শিশুদের স্বাস্থ্যের বিষয়ে চিন্তিত তারা।কারণ সবসময় রান্না করার সময় খেয়াল রাখা সম্ভব হয় না।
advertisement
 
কোনও একদিন কোনও শিশু রান্না খেয়ে অসুস্থ হয়ে গেলে অভিভাবকদের কাছে জবাবদিহি করতে হবে। অবশ্য পানীয় জল না থাকার বিষয়টি জিজ্ঞেস করতেই এড়িয়ে গেলেন সুপারভাইজার সবিতা রায়। এখন দেখার কবে মেলে শিশুদের জলের সমস্যার সমাধান।
advertisement
 
 
 
Annanya Dey
view comments
বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
Alipurduar: তীব্র পানীয় জল সঙ্কট আইসিডিএস কেন্দ্রে! সমস্যায় শিশুরা
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement