Alipurduar News: বেপরোয়া বাইককে বাঁচাতে গিয়ে দুর্ঘটনার কবলে বন দফতরের গাড়ি
- Published by:Ananya Chakraborty
- news18 bangla
Last Updated:
বেপরোয়া বাইককে বাঁচাতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে আহত হলেন বন দফতরের গাড়ির চালক ও এক বনকর্মী। আলিপুরদুয়ারের রাজাভাতখাওয়ার ঘটনা
#আলিপুরদুয়ার: দুর্ঘটনার কবলে বন দফতরের গাড়ি।আহত হয়েছেন গাড়ির চালক ও বনকর্মী। আলিপুরদুয়ারের রাজাভাতখাওয়া জঙ্গল সংলগ্ন এলাকার ঘটনা।
রাজাভাতখাওয়াতে চলছে পাখি উৎসব। এখানে প্রতি বছর জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে আয়োজিত হয় এই পাখি উৎসব। সেখানে দেশ বিদেশের পক্ষী বিশেষজ্ঞরা আসেন। বড় বড় ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফাররা আসেন। তাঁদের বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়ার জন্য বন দফতরের পক্ষ থেকে গাড়ি দেওয়া হয়। এদিন তেমনই একটি গাড়ি দুর্ঘটনায় পড়ে। তবে সেই সময় ওই গাড়িতে চালক ও বনকর্মী ছাড়া আর কেউ ছিলেন না।
advertisement
স্থানীয় সূত্রের খবর, সোমবার বন দফতরের ওই গাড়িটি কালচিনি ব্লকের রাজাভাতখাওয়া থেকে দমনপুরের দিকে যাচ্ছিল। যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হয়। রাজাভাতখাওয়ার পাম্পুবস্তি এলাকায় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছে ধাক্কা মারে। এই ঘটনায় গাড়ির চালক ও একজন বনকর্মী আহত হন। তাঁদের চিকিৎসার জন্য আলিপুরদুয়ার জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।এই ঘটনার পর পাম্পুবস্তির ধারে চায়ের দোকানে যে সমস্ত লোকজন বসেছিলেন তাঁরা গিয়ে ওই দুর্ঘটনাগ্রস্থ গাড়ির চালক ও বনকর্মীকে উদ্ধার করেন।
advertisement
advertisement
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দুর্ঘটনা ঠিক আগে উল্টো দিক থেকে একটি বাইক আসছিল। কিন্তু সেটি এঁকেবেঁকে চলছিল। ওই বাইকটির চালককে রক্ষা করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে বন দফতরের গাড়িটি। এলাকার মানুষের অভিযোগ, রাজাভাতখাওয়া থেকে দমনপুর পর্যন্ত এলাকায় হামেশাই বাইক চালকদের দাপট লক্ষ্য করা যায়। এদিনও তেমনই ঘটনা ঘটেছে।
advertisement
অনন্যা দে
Location :
Kolkata,West Bengal
First Published :
January 09, 2023 6:11 PM IST
বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
Alipurduar News: বেপরোয়া বাইককে বাঁচাতে গিয়ে দুর্ঘটনার কবলে বন দফতরের গাড়ি