Alipurduar News: প্রাক বসন্ত উৎসবে মাতল ফালাকাটাবাসী

Last Updated:

প্রাক বসন্ত উৎসবে মাতল ফালাকাটা। ফালাকাটা ব্লকের বিভিন্ন প্রান্তে প্রাক দোলের আনন্দ লক্ষ্য করা গেল। 

+
title=

আলিপুরদুয়ার:প্রাক বসন্ত উৎসবে মাতল ফালাকাটা। ফালাকাটা ব্লকের বিভিন্ন প্রান্তে প্রাক দোলের আনন্দ লক্ষ্য করা গেল। জটেশ্বর কিশোর তীর্থ ক্লাবের উদ্যোগে বসন্ত উৎসবের আয়োজন করা হয়। স্থানীয় শিল্পীদের সমন্নয়ে নাচ গান আবৃত্তি অনুষ্ঠানের মধ্যে দিয়ে পালিত হল বসন্ত উৎসব। সকাল থেকেই ক্লাব প্রাঙ্গনে জুড়ে চলে নাচ গান। সাংস্কৃতিক অনুষ্ঠান শেষ হলে শুরু হয় রঙের খেলা। বিভিন্ন রঙের আবিরে একে অপরকে রাঙিয়ে তোলেন সকলে।
আরও পড়ুন -  Bankura News: সহকারি প্রধান শিক্ষককে খুনের হুমকি মাধ্যমিক পরীক্ষার্থীর, ছেলের পথেই হাঁটল মা-বাবাও
গান, নাচ, আলপনায় চারদিক রাঙিয়ে দিয়ে অনুষ্ঠিত হয় এক বর্ণাঢ্য শোভাযাত্রা। যা আলিপুরদুয়ারের জটেশ্বরের নানা দিক প্রদক্ষিণ করে। বসন্ত যে এসে গিয়েছে তা জানান দিতে নাই বা থাকলো কোকিলের কুহুতান, তবুও একটা দিন তারা কাটালেন একটু অন্য ভাবে।
advertisement
advertisement
বসন্ত এলেই রঙের আবেশে নেচে ওঠে বাঙালি মন।দিকে দিকে শুরু হয় রঙের উৎসব পালনের প্রস্তুতি।কোথাও বা দোল পূর্ণিমার পূন্য লগ্নে আবার কোথাও বাঙালি ডুব দেয় আগাম হোলিতে।তেমনই এক রঙিন ছবি ধরা পড়লো আলিপুরদুয়ারের ফালাকাটা শহরে।শহরের বাবুপাড়া এলাকার মহিলা ও কচিকাঁচারা মেতে উঠলেন প্রাক বসন্ত উৎসবে।শহুরে এলাকায় নগরায়নের জেরে আজ প্রায় উধাও শিমূল-পলাশরা।কিন্তু তাই বলে রাঙিয়ে দিতে ক্ষতি কী? সারা বছর ধরে হেঁসেল সামাল দিয়ে একটা দিনকে রঙিন করে তুলতেই ওই প্রয়াস বলে দাবি প্রমীলা উদ্যোক্তাদের। শহরের নানা দিক প্রদক্ষিণ করে।
advertisement
Annanya Dey
view comments
বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
Alipurduar News: প্রাক বসন্ত উৎসবে মাতল ফালাকাটাবাসী
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement