Alipurduar News: কেউ উঠল মগডালে, কেউ দিল ছুট! হাতির হানায় আলিপুরদুয়ারে লঙ্কাকাণ্ড
- Published by:Uddalak B
- news18 bangla
Last Updated:
কালচিনি চা বাগানের রাস্তায় দেখা গেল সকাল থেকে মানুষের ভিড়। দিনের আলোতে চা বলয়ে প্রবেশ করল বুনো হাতির দল ।
#আলিপুরদুয়ার: কালচিনি চা বাগানের রাস্তায় দেখা গেল সকাল থেকে মানুষের ভিড়। দিনের আলোয় চা বলয়ে প্রবেশ করল বুনো হাতির দল । এই হাতি দেখতে গাড়ি থামিয়ে রাস্তায় দাড়িয়ে থাকেন আমজনতা। আবার কেউ গাছের মগডালে আশ্রয় নেন।
হাতির আগমনের কথা শুনে কাজ বন্ধ করে দেন চা শ্রমিকরা। শনিবার সকালে বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গল থেকে চারটি বুনো হাতি কালচিনি চা বাগানে প্রবেশ করে । স্থানীয়রা খবর দেয় বনদফতরে। ঘটনাস্থলে বনদফতরের বক্সা ব্যাঘ্র প্রকল্পের হ্যামিল্টণগঞ্জ রেঞ্জ ও পানা রেঞ্জের বনকর্মীরা ও আধিকারিকেরা পৌছায় । বর্তমানে বুনো হাতির দল কালচিনি চা বাগানের ৫ নং সেকশন সংলগ্ন ঝোপঝাড়ে আশ্রয় নিয়েছে। ঘটনাস্থলে এখনও রয়েছেন বনকর্মীরা আছে । বনকর্মীরা বুনো হাতির দলটিকে জঙ্গলে ফেরানোর চেষ্টা চালাচ্ছে ।এদিকে আমজনতাকে বলা হচ্ছে যাতে কোনওভাবে উত্যক্ত না করা হয় হাতিদের। এতে বনকর্মীদের কাজে অসুবিধে হবে। কোনও কারণে হাতি ঝোপ পেড়িয়ে রাস্তায় চলে এলে ঘটতে পারে বড় দুর্ঘটনা।
advertisement
advertisement
শীতের সকাল থেকে হাতির আগমনের এই ঘটনায় উত্তেজনা রয়েছে এলাকাজুড়ে।হ্যামিল্টনগঞ্জ রেঞ্জের অন্তর্গত জঙ্গলে হাতির দলের ডেরা রয়েছে বলে স্থানীয়দের অনুমান।মাঝে মধ্যেই এলাকায় হাতির আগমন হয়। সন্ধ্যে পড়তেই জঙ্গলের রাস্তা ধরে বাড়ি ফিরতে চাইছেন না এর ফলে অনেকেই।
advertisement
এক স্থানীয় বাসিন্দা জানান, হ্যামিল্টনগঞ্জ, কালচিনি এলাকায় আসতে হলে মধু জঙ্গল পেরতে হয়। সম্প্রতি এক বাইক আরোহী জঙ্গল পাড় হওয়ার সময় রাস্তায় এক বুনো হাতি দেখেছিলেন। তাকে দেখে হাতিটি এগিয়ে আসতে কোনওরকম সেখান থেকে পালিয়ে প্রাণ বাঁচান তিনি।এলাকাবাসীদের দাবি জঙ্গলের পাশাপাশি এই রাস্তাটিতেও একবার নজর দেওয়া হক বন দফতরের তরফে।
advertisement
Annanya Dey
Location :
First Published :
December 03, 2022 3:38 PM IST
বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
Alipurduar News: কেউ উঠল মগডালে, কেউ দিল ছুট! হাতির হানায় আলিপুরদুয়ারে লঙ্কাকাণ্ড