Alipurduar News: শাড়ি হোক বা কুর্তি, সব পোশাকের সঙ্গেই মানাসই এই গয়না! পুজোর ফ‍্যাশনে সেরা ট্রেন্ডের ঠিকানা জানেন

Last Updated:

এবার পুজোয় একটু অন‍্যরকমভাবে নিজেকে সাজাতে চাইছেন। তাহলে ক্লে দিয়ে তৈরি গয়না ও অ‍্যাক্রেলিক পেইন্টের টি-শার্ট আপনার সাজকে দিতে পারে নতুন মাত্রা।

+
পুজোর

পুজোর ফ‍্যাশনে বাজিমাত করছে এই গয়না ও টি-শার্ট!

আলিপুরদুয়ার: এবার পুজোয় একটু অন‍্যরকমভাবে নিজেকে সাজাতে চাইছেন।তাহলে ক্লে দিয়ে তৈরি গয়না ও অ‍্যাক্রেলিক পেইন্টের টি শার্ট আপনার সাজকে দিতে পারে নতুন মাত্রা। এইসব কিছু নিজের হাতে তৈরি করছেন পৌলমী বিশ্বাস।
অক্সিডাইসের গয়নার ট্রেন্ড তো চলছে। তবে মন চায় নতুন কিছু। ক্লে দিয়ে তৈরি গয়না এবারে পুজোয় নতুনত্বের ছোঁয়া এনে দেবে বলে দাবি পৌলমীর।ক্লে দিয়ে তিনি তৈরি করেছেন আংটি, চোকার,কানের দুল।এই কালেকশন মহিলাদের জন‍্য। ক্লে-র তৈরি সূর্যমুখী,কাঠগোলাপ, পলাশফুল ও শিউলি ফুলের চকার মন কেড়েছে যুবতীদের।
অষ্টমীর সাজের সঙ্গে এই চোকার তার সঙ্গে মানানসই কানের দুল দারুনভাবে মানিয়ে যাবে বলে জানিয়েছেন পৌলমী।শুধু যে শাড়ির সঙ্গে এগুলি মানাবে তা নয় কুর্তির সঙ্গেও যাতে এগুলি মানিয়ে যায় তার ব‍্যবস্থা করেছেন পৌলমী।
advertisement
advertisement
তবে শুধু মহিলাদের জন‍্যই ক্লে দিয়ে জিনিস তৈরি করেননি পৌলমী।পাশাপাশি ছেলেদের জন‍্য রেখেছেন টি-শার্ট।যার ওপর রয়েছে অ‍্যাক্রেলিক পেইন্টের নানান আঁকিবুকি। ‘দুগ্গা এলো’, ‘আসছে বছর আবার হবে’-সহ নানা লেখা রয়েছে এই টি-শার্টগুলির ওপর। যা মনে ধরছে বিশেষ করে যুবকদের।এমনকি জিন্স, ট্রাউজার্সের সঙ্গে পড়ার জন্য এই টি-শার্ট নিয়ে যাচ্ছে যুবতীরাও।এই টি-শার্টের দাম ৪০০-৪৫০ টাকা। ক্লে-র গয়না বিক্রি হচ্ছে ১০০-১৫০ টাকায়।
advertisement
পৌলমী বিশ্বাস জানিয়েছেন, “ইউটিউব দেখে এবং নিজের বুদ্ধি কাজে লাগিয়ে এই জিনিসগুলি তৈরি করেছি।কোথাও শিখিনি। তবে এখন দেখি সকলেই ক্লে-র তৈরি গয়না,অ‍্যাক্রেলিকের টি-শার্ট পছন্দ করছে।এই বিষয়গুলি নিয়ে আরও খুঁটিনাটি ইউটিউবে দেখছি।প্রতিদিন সাড়ে চারঘন্টা করে সময় দিতে হয় জিনিসগুলি তৈরি করতে।পুজোয় এই জিনিসের বিক্রি দেখে মন ভাল হয়েছে।”
Annanya Dey
view comments
বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
Alipurduar News: শাড়ি হোক বা কুর্তি, সব পোশাকের সঙ্গেই মানাসই এই গয়না! পুজোর ফ‍্যাশনে সেরা ট্রেন্ডের ঠিকানা জানেন
Next Article
advertisement
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’ কমপ্লেক্স, অমিত শাহ বললেন 'সোনালি যাত্রাপথ'!
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’
  • প্রধানমন্ত্রীর দফতর সাউথ ব্লক ছেড়ে সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের নতুন কমপ্লেক্সে যাচ্ছে.

  • সেবাতীর্থ কমপ্লেক্সে থাকবে ক্যাবিনেট সচিবালয় ও NSA অজিত ডোভালের দফতর.

  • সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের অংশ হিসেবে নতুন প্রশাসনিক পরিকাঠামো গড়ে উঠেছে.

VIEW MORE
advertisement
advertisement