Alipurduar News: ডেঙ্গি ঠেকাতে বিটিআই স্প্রে

Last Updated:

বর্ষার বৃষ্টি শুরু হতেই ডেঙ্গি সংক্রমণ হচ্ছে পশ্চিমবঙ্গের মানুষের মধ্যে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আলিপুরদুয়ারের কালচিনিতে শুরু হল বিটিআই স্প্রে

+
title=

আলিপুরদুয়ার: ডেঙ্গি পরিস্থিতি যাতে কোনভাবেই হাতের বাইরে না চলে যায় তার জন‍্য বিটিআই স্প্রে করা শুরু হল কালচিনিতে। স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে সেখানকার ডেঙ্গি প্রবণ এলাকাগুলিতে এই স্প্রে করা হচ্ছে।
ঘটনা হল আলিপুরদুয়ার জেলার ডেঙ্গি-প্রবণ এলাকা হিসেবে পরিচিত কালচিনি ব্লক। এই বছর বর্ষা শুরু হলেও এখনও পর্যন্ত সেখানকার ডেঙ্গি পরিস্থিতি স্বাভাবিক আছে বলে জানিয়েছেন ব্লক স্বাস্থ্য আধিকারিক। সম্প্রতি দু’জন ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন। তাঁদের চিকিৎসা চলছে। গত মাস থেকে চলতি মাস অব্দি মোট ১২ জন কালচিনিতে ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন। তাঁদের মধ‍্যে ১০ জন ইতিমধ্যেই সুস্থ হয়ে গিয়েছেন। তারপরও এমন উদ্যোগ প্রসঙ্গে কালচিনি ব্লক স্ব‍াস্থ‍্য আধিকারিক সুভাষ কুমার কর্মকার জানান, ডেঙ্গি যাতে ব্লকে থাবা বসাতে না পারে সেজন‍্য বিভিন্ন উদ‍্যোগ নেওয়া হচ্ছে। লাগাতার সচেতনতার প্রচার চলছে। সেই সঙ্গে বিটিআই কিট তুলে দেওয়া হয়েছে সুপারভাইজারদের হাতে।
advertisement
advertisement
ব্লক প্রশাসনের পক্ষ থেকে জানা গিয়েছে, জল জমে থাকে এমন এলাকা চিহ্নিত করা হয়েছে। সেখানে ১৫ দিন অন্তর এই বিটিআই ছড়ানো হবে। এছাড়া স্বাস্থ‍্যকর্মীরা ব্লকের প্রতিটি স্কুলে গিয়ে পড়ুয়াদের সচেতন করছেন। পড়ুয়াদের মাধ‍্যমে এলাকাবাসীদের সতর্ক করা সম্ভব হবে বলে মনে করা হচ্ছে।
অনন্যা দে
view comments
বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
Alipurduar News: ডেঙ্গি ঠেকাতে বিটিআই স্প্রে
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ২৭ অক্টোবর- ২ নভেম্বর, ২০২৫: দেখে নিন এই সপ্তাহ নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ২৭ অক্টোবর- ২ নভেম্বর, ২০২৫: দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার?
  • সাপ্তাহিক রাশিফল ২৭ অক্টোবর- ২ নভেম্বর, ২০২৫

  • দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement