Alipurduar News: লোকশিল্পীদের মাধ্যমে হবে সরকারের প্রকল্পের বিস্তার! আলিপুরদুয়ারে বিরাট আয়োজন
- Published by:kaustav bhowmick
- news18 bangla
- Reported by:ANNANYA DEY
Last Updated:
লোকশিল্পীদের নিয়ে সম্মেলন আয়োজিত হল আলিপুরদুয়ারে। সরকারি প্রকল্প প্রচার করবেন লোকশিল্পীরা
আলিপুরদুয়ার: লোকশিল্পীদের মাধ্যমে সরকারি প্রকল্পের বিস্তারের সিদ্ধান্ত। রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প সম্পর্কে জানাতে জেলা তথ্য ও সংস্কৃতি বিভাগের পক্ষ থেকে লোকশিল্পীদের নিয়ে সম্মেলনের আয়োজন করা হয়।
বর্তমান দেখা যায় রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প যেমন কন্যাশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে ছড়া, গান বাঁধতে লোকশিল্পীদের। জেলার বিভিন্ন প্রান্তে গ্রাম থেকে শহরে গিয়ে তাঁরা এই প্রকল্পের তথ্য জানান আমজনতাকে। সরকারি প্রকল্পের সুবিস্তার করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে দেখা যায় লোকশিল্পীদের। এবারে তাঁদের সকলকে এক ছাদের তলায় এনে সরকারি প্রকল্প সম্পর্কে জানানোর উদ্যোগ নিয়েছে আলিপুরদুয়ার জেলা তথ্য ও সংস্কৃতি বিভাগ। এই উপলক্ষে শুক্রবার আলিপুরদুয়ার রবীন্দ্রভবনে লোকশিল্পীদের নিয়ে আয়োজিত হয় সম্মেলন। জেলার পাঁচশো লোকশিল্পী এই সম্মেলনে অংশ নেন।
advertisement
advertisement
জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক সিপরানুজ বাস্কে জানান, লোকশিল্পীদের সরকারি প্রকল্প নিয়ে বিস্তারিত জানানো হয়েছে। এরপর তাঁরা প্রকল্পগুলো নিয়ে গান, নাচ, ছড়া বাঁধবেন। এর ফলে আমজনতা খুব সহজেই এগুলো সম্বন্ধে জানতে পারবে।
অনন্যা দে
Location :
Kolkata,West Bengal
First Published :
October 07, 2023 12:57 PM IST
বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
Alipurduar News: লোকশিল্পীদের মাধ্যমে হবে সরকারের প্রকল্পের বিস্তার! আলিপুরদুয়ারে বিরাট আয়োজন