Travel News: আরও সস্তা হল 'এই' বিদেশ সফর
- Published by:Pooja Basu
Last Updated:
পর্যটকদের জন্য সুখবর! আগামী ২৩ সেপ্টেম্বর থেকে কোভিডের আতঙ্ক কাটিয়ে ভারতীয়দের জন্য প্রায় দু'বছরেরও বেশি সময় পর খুলছে ভুটানের গেট।
#আলিপুরদুয়ার: ভারতীয় পর্যটকদের থেকে এন্ট্রি পারমিটের কোনও টাকা নেবে না ড্রাগনের দেশ ভুটান। এতেই কিছুটা স্বস্তিতে ভারতীয় পর্যটক সহ পর্যটন ব্যবসায়ীরা।বাঙালীর শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজোর আগেই প্রতিবেশী দেশ ভুটানের তরফে এসেছে এই সুখবর। সোমবার ভুটানের ভারতীয় অভিবাসন দফতরের পক্ষ থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করে ভুটানের মত বদলের কথা জানানো হয়েছে।ভারতীয় নির্বাচন কমিশনের দেওয়া ভোটার কার্ড অথবা পাসপোর্ট দেখালেই অনুপ্রবেশ করা যাবে ভুটানে।তাতে ভিসার কোনোরকম প্রয়োজনীয়তা থাকছে না। আগামী ২৩ সেপ্টেম্বর থেকে কোভিডের আতঙ্ক কাটিয়ে ভারতীয়দের জন্য প্রায় দু'বছরেরও বেশি সময় পর খুলছে ভুটানের গেট।
আরও পড়ুন Bankura news : বাপরে বাপ! গয়নার দোকানে দেওয়াল ভেঙে ডাকাতি!
ইতিপূর্বে অবশ্য ভুটানের বিদেশ ও অর্থ মন্ত্রকের তরফে জানানো হয়েছিল, ভারতীয়দের ভুটানে যেতে হ'লে প্রতিরাতের জন্যে মাথাপিছু ১২০০টাকা করে 'সাসটেইনেবল ডেভলপমেন্ট' ফি গুণতে হবে।তাতে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছিল ভারতীয় পর্যটন সংস্থা গুলির মধ্যে।ভারতীয়দের ক্ষেত্রে ভুটান ভ্রমণে কোভিড পূর্ববর্তী অধ্যায়ের মতোই ছাড় দেওয়া হয়, সেই বিষয়ে প্রচুর আবেদন জমা পড়ে পর্যটন সংস্থা গুলির তরফে।তবে এসডিএফ অপরিবর্তিত রাখছে ভুটান।শুধুমাত্র ভারতীয়দের ক্ষেত্রে এন্ট্রি পারমিটের ক্ষেত্রে কোনও ফি নেওয়া হবে না বলে জানানো হয়েছে ভুটানের তরফে।মঙ্গলবার জয়গাঁ ডেভলপমেন্ট অথরিটি ও জয়গাঁ মার্চেন্ট অ্যাসোসিয়েশনের কর্তাদের ফুন্টসোলিংয়ে আমন্ত্রণ জানিয়েছেন প্রতিবেশি রাষ্ট্রের আধিকারিকরা।
advertisement
আরও পড়ুন Murshidabad Shoot Out: বন্ধুর হাতে বন্ধু খুন! বহরমপুরে ধুন্ধুমার
সম্ভবত একটি গুরুত্বপূর্ণ বৈঠক হতে পারে দুদেশের প্রতিনিধিদের আগামীকাল। আমন্ত্রণ জানানো হয়েছে জয়গাঁ ডেভলপমেন্ট অথরিটির চেয়ারম্যান গঙ্গাপ্রসাদ শর্মাসহ সরকারি আধিকারিকদের।আমন্ত্রণ পত্র পাওয়ার কথা স্বীকার করে নিয়েছেন জয়গাঁ মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রামাশঙ্কর গুপ্তা।ওই বৈঠকে জয়গাঁ ডেভলপমেন্ট অথরিটির তরফে কেনাকাটার ক্ষেত্রে ভুটানের লাগু করা 'ব্যাগেজ অ্যালাউন্স' এর সরলীকরণের বিষয়েও আবেদন জানানো হবে।
advertisement
advertisement
আরও পড়ুন Murshidabad News: পুলিশের বিরুদ্ধে জায়গা দখলের অভিযোগ! প্রতিবাদে বিধায়কের নেতৃত্বে সারা রাত বিক্ষোভ
এন্ট্রি ফি নেওয়া হবে না,প্রতিবেশী দেশের এই সিদ্ধান্তে খুশির হাওয়া পর্যটন ব্যবসায়ী মহলে। হিমালয়ান হসপিটালিটি ডেভেলপমেন্ট অ্যান্ড ট্যুরিজম নেটওয়ার্কের সাধারণ সম্পাদক সম্রাট সান্যাল বলেন 'দেরিতে হ'লেও প্রতিবেশী দেশ ভুটান ভারতীয় পর্যটকদের ক্ষেত্রে সিদ্ধান্ত বদল করায় আমরা খুশি।কিন্তু 'ব্যাগেজ অ্যালাউন্স' এর ক্ষেত্রেও ছাড় দিতে হবে।তবে ভুটানের দরজা খোলার পর ভারতীয় পর্যটকরা কতটা ভুটানমুখী হবেন, তা সময়ে বোঝা যাবে।'জয়গাঁ ডেভলপমেন্ট অথরিটির চেয়ারম্যান গঙ্গাপ্রসাদ শর্মা বলেন 'প্রতিবেশী দেশের নতুন সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছি।আগামীকাল আমরা যাব ফুন্টসোলিং শহরে।ভুটানের প্রতিনিধিদের সঙ্গে কথা বলব। 'ব্যাগেজ অ্যালাউন্স' এর ছাড়ের আবেদন রাখবো।'
advertisement
Annanya Dey
view commentsLocation :
First Published :
September 19, 2022 6:43 PM IST