Alipurduar News: ভুটানের পাহাড় থেকে কাদামাটি এসে ভাসিয়ে দিচ্ছে জয়গাঁ
- Published by:Ananya Chakraborty
- news18 bangla
- Reported by:ANNANYA DEY
Last Updated:
বর্ষা মানেই ভুটান সীমান্তবর্তী শহর জয়গাঁর রাস্তায় কাদামাটির স্রোত। এই ছবি এবারেও বদলালো না। ফলে ক্ষুব্ধ এলাকার মানুষ।
আলিপুরদুয়ার: দেরিতে হলেও বর্ষা প্রবেশ করতেই লাগাতার বৃষ্টি শুরু হয়েছে উত্তরবঙ্গে। ফলে তীব্র গরম দূর হয়ে এসেছে স্বস্তি। তবে সেই স্বস্তিও স্থায়ী হল না। টানা কয়েকদিনের বৃষ্টির জেরে পথঘাট জলকাদায় পরিপূর্ণ। রাস্তা খারাপ থাকায় সমস্যা আরও বেড়েছে। কর্দমাক্ত পথ দিয়ে চলাফেরা করতে অসুবিধে হচ্ছে মানুষের। টানা বৃষ্টির জেরে বেশ খারাপ অবস্থা ভারত-ভুটান সীমান্তের জয়গাঁয়। আলিপুরদুয়ারের এই প্রান্তিক শহরের পথঘাট জলকাদায় চলাচলের অনুপযুক্ত হয়ে উঠেছে। ফলে প্রবল ক্ষুব্ধ এলাকাবাসী।
গত তিনদিন ধরে লাগাতার ভারী বর্ষণে বিপর্যস্ত আলিপুরদুয়ারের বেশ কিছু এলাকা। তবে পরিস্থিতি সবচেয়ে সঙ্গীন ভুটান সীমান্তবর্তী জয়গাঁয়। এখানকার এনএস রোডে হাঁটু জল জমে গিয়েছে। বিখ্যাত ভুটান গেটের সামনে লিঙ্ক রোডে এমনই জল জমে গিয়েছে যে হাঁটতে গেলে জামা-কাপড় ভিজে যাবে। জয়গাঁ বাসস্ট্যান্ডে জলের তলায় রাস্তা। ফলে চলাচল করতে পারছে না সাধারণ মানুষ। প্রতিবার বর্ষায় এমনই বেহাল অবস্থা হয় জয়গাঁর।
advertisement
advertisement
বর্ষার শুরুতেই এমন পরিস্থিতিতে ক্ষুব্ধ এলাকাবাসীরা। তাঁরা বলেন, ভুটানের পাহাড়ে ধস নামায় সব মাটি জয়গাঁর এই রাস্তায় এসে জড়ো হয়েছে। প্রতিবছরের এটাই পরিচিত ছবি হয়ে উঠেছে। এই কাদামাটি সড়ক ছাড়িয়ে জয়গাঁর বাড়িগুলির মধ্যেও ঢুকে যায়। ফলে বর্ষা এলেই এখানকার বহু মানুষ ব্যাগ গুছিয়ে অন্যত্র পাড়ি দেন। কেউ আত্মীয়-স্বজনের বাড়িতে গিয়ে ওঠেন, আবার অনেকে আলিপুরদুয়ার শহরে গিয়ে ভাড়া বাড়িতে আশ্রয় নেন। এই অবস্থায় গাড়ি চালকরাও সহজে যেতে চান না। কারণ দুর্ঘটনার আশঙ্কা থেকে যায়। সবমিলিয়ে বর্ষা মানেই জয়গাঁর মানুষের দূর্ভোগ। এ ছবি আজও বদলালো না।
advertisement
অনন্যা দে
Location :
Kolkata,West Bengal
First Published :
June 20, 2023 5:20 PM IST