Alipurduar: আলিপুরদুয়ারে স্বাধীনতা দিবসের আগে বর্ণাঢ্য র‍্যালি

Last Updated:

স্বাধীনতা দিবসের তোড়জোড় শুরু হয়ে গিয়েছে আলিপুরদুয়ার জেলা জুড়ে। আজাদি কা অমৃত মহোৎসব-এর জোর কর্মসূচি চলছে জেলা জুড়ে।

#আলিপুরদুয়ার : স্বাধীনতা দিবসের তোড়জোড় শুরু হয়ে গিয়েছে আলিপুরদুয়ার জেলা জুড়ে। আজাদি কা অমৃত মহোৎসব-এর জোর কর্মসূচি চলছে জেলা জুড়ে। ১২০ফিট ভারতের জাতীয় পতাকা নিয়ে র‌্যালি বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের।  \"আজাদিকা মহোৎসব\" উপলক্ষে ১২০ ফুট লম্বা জাতীয় পতাকা নিয়ে আলিপুরদুয়ার জংশন রেলওয়ে উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদেরকে নিয়ে র‌্যালি শুরু করল বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা। শুক্রবার আলিপুরদুয়ার জংশন রেলওয়ে উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষ থেকে আজাদীকা মহোৎসব উপলক্ষে এই র‌্যালির আয়োজন করা হয়।
এদিন র‌্যালিটি উত্তর পূর্ব সীমান্ত রেলের আলিপুরদুয়ার জংশন বিভাগের বিভাগীয় কার্যালয় থেকে শুরু হয়ে আলিপুরদুয়ার জংশন স্টেশন পর্যন্ত গিয়ে সেখান থেকে আবার রেলওয়ে উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে এসে সমাপ্তি হবে বলে জানা যায়। এদিন এই র‌্যালির শুভারম্ভ করেন উত্তর পূর্ব সীমান্ত রেলের আলিপুরদুয়ার জংশন বিভাগের বিভাগীয় প্রবন্ধ দিলীপ কুমার সিং।
আরও পড়ুনঃ স্বাধীনতা দিবসের দিন রাজাভাতখাওয়া গেটে এন্ট্রি ফি না নেওয়ার আবেদন বিধায়কের
এদিনের এই র‌্যালিতে উপস্থিত ছিলেন রেলওয়ে উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাজ কমল সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকারা। বর্ণাঢ্য এই র‍্যালি দেখতে ভীড় জমান সাধারণ মানুষ। বেলুন, ফেস্টুন নিয়ে র‍্যালি চলতে শুরু করে।
advertisement
advertisement
আরও পড়ুনঃ পুজোর আগেই বুকিং ফুল জলদাপাড়া সরকারি ট্যুরিস্ট লজে!
রেলের বিভাগীয় প্রবন্ধক দিলীপ কুমার সিং জানান, স্বাধীনতা দিবস নিয়ে পড়ুয়াদের মনে দেশপ্রেম জাগ্রত করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। পড়ুয়ারা নিজেরাই বিভিন্ন আয়োজন করেছে।জাতীয় পতাকা নিয়ে পুরো শহর পরিক্রমা করতে পেরে খুশি সকলে। জনসাধারনের মতে এত বর্ণাঢ্য র‍্যালি জাতীয় পতাকা নিয়ে এর আগে শহর পরিক্রমা করতে দেখা যায়নি।
advertisement
Annanya Dey
view comments
বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
Alipurduar: আলিপুরদুয়ারে স্বাধীনতা দিবসের আগে বর্ণাঢ্য র‍্যালি
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement