Alipurduar News: ভুয়ো বাজার কমিটি তৈরি করে ব্যবসায়ীদের থেকে তোলা আদায়!
- Published by:kaustav bhowmick
Last Updated:
ব্যবসায়ীদের দাবি, তাঁদের থেকে প্রতিদিন খাজনার নামে ২০ টাকা করে খাজনা নেওয়া হচ্ছে। আর সেই টাকা না দিতে পারলে বা দিতে না চাইলে দেওয়া হচ্ছে হুমকি।
আলিপুরদুয়ার: ভুয়ো বাজার কমিটি তৈরি করে ব্যবসায়ীদের থেকে তোলা তোলার অভিযোগ! ব্যবসায়ীদের উপর জোর জুলুম খাটিয়ে টাকা আদায়ের এই অভিযোগ উঠল কালচিনিতে।
আলিপুরদুয়ারের এই বাজারের ব্যবসায়ীদের অভিযোগ, কালচিনি বাজারের কাউকে কিছু না জানিয়ে হঠাৎই একটি কমিটি তৈরি করা হয়েছে। এছাড়া রেলের একটি পুরনো ঘর দখল করে সেখানে এই ব্যবসায়ী কমিটির কার্যালয় বানানো হয়েছে। কালচিনি বাজারের ব্যবসায়ীদের অভিযোগ, এই ঘরে বসেই ব্যবসায়ীদের থেকে টাকা তোলার কাজটি পরিচালনা করা হচ্ছে। ব্যবসায়ীদের দাবি, তাঁদের থেকে প্রতিদিন খাজনার নামে ২০ টাকা করে খাজনা নেওয়া হচ্ছে। আর সেই টাকা না দিতে পারলে বা দিতে না চাইলে দেওয়া হচ্ছে হুমকি।
advertisement
advertisement
বাধ্য হয়ে এখানকার ব্যবসায়ীদের একাংশ প্রতিবাদে সরব হন। কীভাবে রেলের ঘর ব্যবহার করে এই ধরণের কাজ করা হচ্ছে, এই প্রশ্ন তুলে কালচিনির রেল স্টেশন মাস্টারের কাছে অভিযোগও করা হয়েছে। পাশেই রেল স্টেশন, কেন কোনও আধিকারিক এ বিষয়ে কিছু বলছেন না তা নিয়ে প্রশ্ন তোলেন ব্যবসায়ীরা। এদিকে কালচিনির স্টেশন মাস্টার অরিন্দম মুখ্যোপাধ্যায় জানান এই বিষয়ে তাঁরা কিছু জানেন না।
advertisement
অনন্যা দে
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
April 15, 2023 8:23 PM IST
বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
Alipurduar News: ভুয়ো বাজার কমিটি তৈরি করে ব্যবসায়ীদের থেকে তোলা আদায়!