হোম /খবর /উত্তরবঙ্গ /
ট্রেনের ধাক্কায় ফের বাইসনের মৃত্যু, বিপন্ন বন‍্যপ্রাণে প্রতিবাদ পরিবেশপ্রেমীদের

Alipurduar News: ট্রেনের ধাক্কায় ফের বাইসনের মৃত্যু, বিপন্ন বন‍্যপ্রাণ নিয়ে প্রতিবাদ পরিবেশপ্রেমীদের

X
ট্রেনের [object Object]

Alipurduar News: ট্রেনের ধাক্কায় বাইসনের মৃত্যুর পর সরব পরিবেশপ্রেমীরা। শনিবার রাতে মাদারিহাটের কাছে ট্রেনের ধাক্কায় মৃত্যু হয় একটি পূর্ণবয়স্ক বাইসনের।

  • Share this:

আলিপুরদুয়ার: ট্রেনের ধাক্কায় বাইসনের মৃত্যুর পর সরব পরিবেশপ্রেমীরা। শনিবার রাতে ট্রেনের ধাক্কায় মৃত্যু হয় একটি বাইসনের। রেল সূত্রে খবর, হাসিমারা ও মাদারিহাট রেলওয়ে স্টেশনের মাঝে দিল্লিগামী মহানন্দা ট্রেনের সামনে আচমকা জলদাপাড়া জঙ্গল থেকে একটি বাইসন চলে আসে। যার ফলে ট্রেনের ধাক্কায় সেটি রেল লাইনের ধারে ছিটকে পড়ে। বাইসনটির মৃত্যু হয়।

উত্তর-পূর্ব সীমান্তে রেল সূত্রে জানা যায়, বাইসনটি রেল লাইনের বাইরে পড়ায়, বেশিক্ষণ ট্রেনটি দাঁড়ায়নি। কিছুক্ষণের মধ্যেই সেটি গন্তব্যের উদ্দেশ্যে বেরিয়ে পরে। এদিকে ট্রেনের ধাক্কায় বন‍্যপ্রাণীর মৃত্যুর ঘটনায় সরব পরিবেশপ্রেমীরা। বন‍্যপ্রাণী রক্ষা করতে রেল দফতরকে আরও সচেতন এবং উন্নত কিছু উদ‍্যোগ নেওয়ার দাবি করেছেন পরিবেশ প্রেমীরা।

আরও পড়ুন: ১০ টাকার চিপসের প্যাকেটে কতটা চিপস থাকে? জানলে হতবাক হবেন আপনি!

আরও পড়ুন: গ্রুপ ডি-তে সদ্য চাকরি-হারা ১৯১১ জন, ওয়েটিং লিস্টের ১৪৪৪ জনের তালিকা প্রকাশ করল কমিশন

এই বিষয়ে পরিবেশপ্রেমীরা বলেন, 'এমনিতে এই এলাকায় বন‍্যপ্রাণ বিপন্ন । তার উপর যদি এই ট্রেনের ধাক্কায় ডুয়ার্স রুটে বন‍্যপ্রাণীদের মৃত্যু হয় তাহলে পরিবেশের পক্ষে খুবই ক্ষতিকর।' পরিপ্রেমী সঞ্চয়ন ঘোষ জানান, রেল লাইনে বন‍্যপ্রাণী থাকলে যাতে ট্রেনের চালকের কাছে এলার্ট যায় এমন ব‍্যবস্থা এই ডুয়ার্স রুটে করা উচিৎ। নইলে এভাবে একে একে হারাতে থাকবে বন‍্যপ্রাণ।

অনন্যা দে

Published by:Raima Chakraborty
First published:

Tags: Alipurduar news, Bison