Alipurduar News: নেপাল থেকে সাইকেলে ভারতে এলেন এক যুবক! যুব সমাজকে সুস্থ থাকার বার্তা!

Last Updated:

Alipurduar News: নেপাল থেকে ভারত সাইকেল চালিয়ে এলেন কালচিনির এক যুবক। ভারতের পতাকা সঙ্গে নিয়ে শুরু হয়েছিল তাঁর পথ চলা

+
কালচিনিবাসীর

কালচিনিবাসীর সঙ্গে সামতেন তামাং

#আলিপুরদুয়ার: যুব সমাজকে সুস্থ থাকার বার্তা দিয়ে নেপাল থেকে ভারত সাইকেল চালিয়ে এলেন কালচিনির এক যুবক। ভারতের পতাকা সঙ্গে নিয়ে শুরু হয়েছিল তার পথ চলা। বিদেশের মাটিতে দেশের জাতীয় পতাকা নিয়ে চলার আনন্দ আলাদা হয় বলে জানাল কালচিনির ওই যুবক। ৩১ বছরের এই যুবকের নাম সামতেন তামাং। কালচিনি বুকিনবাড়ি এলাকার বাসিন্দা সে।নেপাল থেকে সাইকেল চালিয়ে মাত্র ১৪ দিনে কয়েক হাজার পথ অতিক্রম করে কালচিনিতে নিজের বাড়িতে ফিরলেন তিনি।নিজের বাড়ি ফেরার আনন্দ রয়েছে।পাশাপাশি যুব সমাজকে শরীরচর্চার মধ্য দিয়ে সুস্থ থাকতে বলেছেন তিনি।
তার এই যাত্রা সম্পর্কে সামতেন তামাং জানান, তিনি নেপালের কাঠমান্ডুতে এক স্যালো-তে কাজ করতেন। সেখানে এক ব্যক্তির সাথে তার দেখা হয়। তার সঙ্গে কথা বলে তার মনে হয়েছিল দেশের সুনামের জন্য কিছু করা উচিত।পাশাপাশি সমাজকে সুস্থ থাকার বার্তা দেওয়ার লক্ষ্যে তিনি সাইকেল নিয়ে যাত্রা শুরু করেছিলেন।ভারতের উত্তরাখণ্ড সংলগ্ন যে নেপাল সীমান্ত রয়েছে।তিনি ওই এলাকা থেকে সাইকেল নিয়ে যাত্রা শুরু করেছিলেন। মাঝে পাহাড় জঙ্গল পড়েছিল।
advertisement
সেখানে রাত কাটাতে অসুবিধার মুখে পড়তে হয়েছিল তাকে।সব অতিক্রম করে, অবশেষে তিনি তার জয় পেয়েছেন।এই জয়ে তিনি আপ্লুত। এছাড়াও সামতেন তামাং জানান ভবিষ্যতে মাউন্ট এভারেস্ট জয়ের লক্ষ রয়েছে তার। সামতেন এর কথায় মনে অদম্য জেদ থাকলে যুব সমাজ পারে যেকোনও প্রতিকুলতাকে জয় করতে।এইজন্য যুব সমাজকে যেকোনও আসক্তির পথ ছেড়ে নিজের মনকে শক্ত করতে হবে।নেশার অন্ধকার দুরে সরাতে হবে।নতুন ভারত গড়ার লক্ষ্য নিয়ে এগিয়ে চলতে হবে। যারজন্য যোগ,ব্যায়াম,সাইকেলিং সহ বিভিন্ন ক্রীড়াক্ষেত্রে যুব সমাজকে নিজেদের সমর্পণ করতে হবে। তবেই দেশের নাম উজ্জ্বল হবে।
advertisement
advertisement
Annanya Dey
view comments
বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
Alipurduar News: নেপাল থেকে সাইকেলে ভারতে এলেন এক যুবক! যুব সমাজকে সুস্থ থাকার বার্তা!
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement