Alipurduar News: শৌচকর্ম করতে জঙ্গলে যায় ব্যক্তি! শিং-এ তুলে আছাড় দিল বাইসন! ভয়াবহ ভিডিও

Last Updated:

Alipurduar News:শৌচকর্ম করতে গিয়ে বাইসনের আক্রমণে গুরুতর জখম হলেন মাদারিহাটের এক ব্যক্তি।

+
বাইসনের

বাইসনের হানায় আহত ব্যক্তি 

#আলিপুরদুয়ার: শৌচকর্ম করতে গিয়ে বাইসনের আক্রমণে গুরুতর জখম হলেন মাদারিহাটের এক ব্যক্তি। আলিপুরদুয়ারের মাদারিহাট লাইন হোটেল সংলগ্ন জলদাপাড়া জঙ্গলের বাইরে ঘটনাটি ঘটেছে। জখম ব্যক্তির নাম রণজিৎ দাস। তিনি মাদারিহাট প্রধাননগরের বাসিন্দা বলে জানা যায়। রণজিৎদাসের পরিবার সূত্রে জানা যায় ‘মঙ্গলবার সকালে জলদাপাড়া জঙ্গলের বাইরে শৌচকর্ম করতে গিয়েছিল সে। সেই সময় একটি বাইসন জঙ্গল থেকে বাইরে বেরিয়ে রণজিৎকে আক্রমণ করে। কোনওভাবে সেখান থেকে দৌড়ে এশিয়ান হাইওয়ের ধারে এসে খবর দেন তিনি পরিবারে। রণজিতবাবুর বুকে, মাথায় ও পায়ে গভীর আঘাত লেগেছে। প্রথমে তাকে মাদারিহাট হাসপাতালে নিয়ে যাওয়া হয়।এরপর সেখান থেকে তাকে আলিপুরদুয়ার হাসপাতালে পাঠানো হয়েছে।
জলদাপাড়া নর্থের রেঞ্জের তরফে জানা যায়, ওই ব্যক্তি জলদাপাড়া জাতীয় উদ্যানের ভেতর শৌচকর্ম করতে গিয়েছিলেন। সেখানেই বন্যপ্রাণীর আক্রমণে জখম হন। যেহেতু সংরক্ষিত এলাকার ভেতর ঘটনা, সেহেতু কোনও চিকিৎসা খরচ পাবেন না। বন্য জন্তুর তাণ্ডব বেড়ে চলেছে মাদারিহাট এলাকায়।কখনও বুনো হাতির হানা,কখনও বাইসনের হানা প্রবল আকার ধারণ করে এলাকায়।এদিকে বনকর্মীদের টহলদারি নিয়ে প্রশ্ন উঠছে এলাকায়।
advertisement
advertisement
এর আগেও এই বিষয়ে প্রশ্ন উঠেছিল এলাকায়।যদিও বন দফতরের তরফে জানান হয়েছে বনের নিয়ম লঙ্ঘন করে কোনও ব্যক্তি যদি জঙ্গলে ঢুকে যায় তাহলে আর কিছু করার নেই।সাবধানতা বজায় চলার দায়িত্ব সকলের।এই বিষয়টি জানান হয় বন দফতরের তরফে। জঙ্গলের পাশেই এশিয়ান হাইওয়ে।গ্যারেজ,হোটেল বিক্ষিপ্তভাবে রয়েছে এই এলাকায়।ঘটনার পর সকলেই ভয় পেয়েছেন।জঙ্গলের বাইরেও যে কোনও দিন চলতে পারে বাইসনের তাণ্ডব বলে আশঙ্কা প্রকাশ করেছেন এলাকাবাসীরা।
advertisement
Annanya Dey
বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
Alipurduar News: শৌচকর্ম করতে জঙ্গলে যায় ব্যক্তি! শিং-এ তুলে আছাড় দিল বাইসন! ভয়াবহ ভিডিও
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement