মৌনি রায়কে নিজের স্ত্রী হিসাবে পরিচয় দিলেন অক্ষয় কুমার !

Last Updated:

ওমা! সেকি কথা! ট্যুইঙ্কল খান্নাকেই তো সকলে অক্ষয়ের স্ত্রী বলে জানেন ৷ এক ছেলে আর এক মেয়ে নিয়ে তো বেশ সুখের সংসার তাঁদের ৷ তাহলে কী সম্পর্কে ফাটল ? নাকি এক্সট্রা ম্যারিটাল ?

#মুম্বই: ওমা! সেকি কথা! ট্যুইঙ্কল খান্নাকেই তো সকলে অক্ষয়ের স্ত্রী বলে জানেন ৷ এক ছেলে আর এক মেয়ে নিয়ে তো বেশ সুখের সংসার তাঁদের ৷ তাহলে কী সম্পর্কে ফাটল ? নাকি এক্সট্রা ম্যারিটাল ?
নাহ, যাঁরা হেডলাইন পরে এর মধ্যে পরকীয় জাতীয় গন্ধ পাচ্ছেন তাঁরা সামলে নিন নিজেদের ৷ তবে মৌনি রায়কে সত্যিই নিজের স্ত্রী হিসাবে পরিচয় দিয়েছেন আক্কি ৷ তবে তা কিনা একেবারেই ছবির স্বার্থে ৷ ব্যক্তিগত জীবনের সঙ্গে একেবারে কোনও সম্পর্কই নেই এই ‘স্বামী-স্ত্রী’ সম্পর্কের ৷
বিষয়টা একটু খোলসা করা যাক ৷ সামনের মাসেই মুক্তি পেতে চলেছে অক্ষয়-মৌনির ছবি ‘গোল্ড’ ৷ রেমা কাগতির পরিচালনায় এই ছবি বড় পর্দায় আসবে স্বাধীনতা দিবসের দিন অর্থাৎ ১৫ অগস্ট ৷ সেই ছবিতেই অক্ষয়ের স্ত্রীয়ের চরিত্রে দেখা যাবে মনোবীণা দাস থুড়ি বঙ্গ তনয়া মৌনিকে ৷
advertisement
advertisement
সদ্যই সামনে এসেছে মনোবীণার লুকস ৷ সেখানে আপাদমস্তক রেট্রো লুকে দেখা যাচ্ছে মৌনিকে ৷ ঘাড়ের কাছে আলগা খোপা, তাতে লাল গোলাপ, উঁচু করে টিপ, শাড়ি আর হালকা গয়না- এমন সাজেই ধরা দিয়েছেন বং বিউটি ৷ আর সেই ছবিটিই নিজোর ইনস্টাগ্রাম পেজে শেয়ার করেছেন স্বয়ং নায়ক ৷ ক্যাপশনে লিখেছেন, ‘মিসেস মনোবীণা দাসের সঙ্গে পরিচয় করুন, আমার স্ত্রী ৷’
advertisement

Meet Mrs. Monobina Das, my wife. @imouniroy @excelmovies

A post shared by Akshay Kumar (@akshaykumar) on

advertisement
বাংলা খবর/ খবর/বিনোদন/
মৌনি রায়কে নিজের স্ত্রী হিসাবে পরিচয় দিলেন অক্ষয় কুমার !
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ২৯ সেপ্টেম্বর – ৫ অক্টোবর, ২০২৫: দেখে নিন এই সপ্তাহ নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ২৯ সেপ্টেম্বর – ৫ অক্টোবর, ২০২৫: দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে
  • সাপ্তাহিক রাশিফল ২৯ সেপ্টেম্বর, ২০২৫ – ৫ অক্টোবর, ২০২৫

  • এই সপ্তাহটা কেমন যাবে আপনার?

  • দেখে নিন রাশি মিলিয়ে, জানাচ্ছেন চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement