পাকিস্তানে উৎসবে যোগ দিতে গিয়ে ধর্মান্তকরণ করা হল ভারতীয় মহিলাকে
Last Updated:
ভারতের এক শিখ পরিবারের গৃহবধূর পাকিস্তানে ধর্ম পরিবর্তন করে দ্বিতীয়বার বিয়ে দেওয়ার মত বিস্ফোরক অভিযোগ এনেছে পাঞ্জাবের হুশিয়ারপুরের বাসিন্দা ঐ পরিবারের দাবি ১৩ এপ্রিল বৈশাখী উপলক্ষে পাকিস্তানে গিয়েছিলেন, সেখানেই তাঁকে ধর্মান্তর করে জোর জবরদস্তি দ্বিতীয়বার বিয়ে দেওয়া হয় ৷ ঘটনায় ঐ গৃহবধূর পরিবার তীব্র প্রতিক্রিয়া জানায় ৷
#নয়াদিল্লি: ভারতের এক শিখ পরিবারের গৃহবধূর পাকিস্তানে ধর্ম পরিবর্তন করে দ্বিতীয়বার বিয়ে দেওয়ার মত বিস্ফোরক অভিযোগ এনেছে পাঞ্জাবের হুশিয়ারপুরের বাসিন্দা ঐ পরিবারের দাবি ১৩ এপ্রিল বৈশাখী উপলক্ষে পাকিস্তানে গিয়েছিলেন, সেখানেই তাঁকে ধর্মান্তর করে জোর জবরদস্তি দ্বিতীয়বার বিয়ে দেওয়া হয় ৷ ঘটনায় ঐ গৃহবধূর পরিবার তীব্র প্রতিক্রিয়া জানায় ৷
advertisement
আসবে বৈশাখীতে প্রায় ১৭০০ মানুষের সমাগম হয় ৷ ১২ এপ্রিল পাকিস্তানের উদ্দেশে রওনা দেন, ১৩ এপ্রিল পৌঁছান পাকিস্তানে ৷ ১৬ এপ্রিল থেকে তিনি নিখোঁজ ৷ ঐ মহিলার স্বামীও পাকিস্তানে মারা যান ৷ তিন সন্তানের জননীর সঙ্গে এমন কাণ্ড কোনও ভাবেই মেনে নিতে পারছেন না তাঁর পরিবার ৷
advertisement
কিরণবালা ধর্মান্তরিত হয়ে আমিনা বিবি হয়েছেন ৷ কিরণবালা এখন তার দাদুর কাছে আছেন ৷ পাকিস্তান সফরে তাঁর সুরক্ষার দায়িত্বে ছিলেন অমৃতসর গুরুদ্বয়ারা কমিটি ৷ বৈশাখী উৎসব সেরে ২১ এপ্রিল দেশে ফেরার কথা ৷ পুত্রবধূর সঙ্গে এমন অন্যায় কিছুতেই তাঁর শ্বশুরবাড়ি মেনে নিতে পারছেনা ৷ তাঁরা তাঁদের পুত্রবধূকে যত দ্রুত সম্ভব কাছে চাইছেন ৷
Location :
First Published :
April 19, 2018 8:50 PM IST