এই শীতে নষ্ট হও, পাপের চেয়েও পাপ কর বেশি। দেবতারা রুষ্ট হোক ছেলেটি সন্তুষ্ট হোক পাপী হয়ে কাটাও জীবন॥
ভয় পাও ? ছেলের বয়সী ছেলে দুম করে ভালোবাসা এলে লজ্জায় মরে যাবে খালি? তাই স্বপ্নেও ভয় পাও তবু চাও….। শতাব্দী হেঁটে আসা মেয়ে। এখনও তো মেয়ে নও মেয়ে ছিলে কোনও এক কালে। এখন কেবলই নারী, তবুও আবেগ ভারী। সেই আগেকার মত। তবু ভয়… ছেলের বয়সী ছেলে। দুম করে ভালোবাসা এলে মাথা কাটা যাবে নিশ্চয়। কাটা গেছে আগেও কতক কেটেছে সমাজ, স্বামী এবার নিজেই কাটো নতুন রাস্তায় হাঁটো। মরে যাও রোজ রোজ একদিন পুরো বেঁচে থাকো। তাই ছেলের বয়সী ছেলে দুম করে ভালোবাসা এলে কাছে ডেকে ভালোবেসে ফেল॥ ব্লগ: প্রসূণ বিশ্বাস
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।