Bengali Horoscope: ২ ডিসেম্বর সকাল-সকাল কী চমক অপেক্ষা করছে? কতটা সাফল্য মিলবে ? দেখে নিন রাশিফল

Last Updated:

জন্মদিন মিলিয়ে দেখে নিন কোন রাশি কী নির্দিষ্ট করে রেখেছে তার জাতক-জাতিকার জন্য

ভারতীয় মতে রাশিফল গণনা করা হয় চন্দ্রের অবস্থানের উপরে ভিত্তি করে। কিন্তু ইংরেজি মতে এক্ষেত্রে প্রাধান্য দেওয়া হয় সূর্যকে। তাই ইংরেজিতে রাশিকে বলা হয় সান সাইন। এক্ষেত্রে জন্মদিন অনুসারে বোঝা যায় একজন ব্যক্তি কোন রাশির জাতক বা জাতিকা।
জন্মদিন মিলিয়ে দেখে নেওয়া যাক কোন রাশি কী নির্দিষ্ট করে রেখেছে তার জাতক-জাতিকার জন্য!
মেষ: মার্চ ২১ থেকে এপ্রিল ১৯।
advertisement
ভালবাসা, কর্মক্ষেত্র বা পারিবারিক দিক থেকে ঈর্ষা গ্রাস করবে, নিজেকে সামলে রাখা বাঞ্ছনীয়।
বৃষ: এপ্রিল ২০ থেকে মে ২০।
চেহারা নিয়ে খুব একটা বিব্রত না হয়ে নিজেকে প্রাধান্য দিতে হবে, তাহলেই আত্মবিশ্বাস বাড়বে।
advertisement
মিথুন: মে ২১ থেকে জুন ২০।
নিরাপত্তার অভাব এবং তা থেকে মনে ঈর্ষা জাগতে পারে, তলিয়ে ভাবলে সমস্যার সমাধান মিলবে।
কর্কট: জুন ২১ থেকে জুলাই ২২।
শিল্পসংক্রান্ত দিকে মনোযোগ থাকবে, যা ভবিষ্যতের উপার্জনেরও সহায়ক হয়ে উঠতে পারে।
সিংহ: জুলাই ২৩ থেকে অগাস্ট ২২।
অন্যদের সঙ্গে মতের মিল হবে না, এক্ষেত্রে মানসিক শান্তির লক্ষ্যে একা থাকাই উচিত হবে।
advertisement
কন্যা: অগাস্ট ২৩ থেকে সেপ্টেম্বর ২২।
দিনটায় হতাশ না হয়ে নিজের যত্ন নিতে হবে, পরিস্থিতি অনুকূলে ফিরবে তাড়াতাড়ি!
তুলা: সেপ্টেম্বর ২৩ থেকে অক্টোবর ২২।
প্রতিজ্ঞা আর উন্মাদনার মধ্যে একটা সূক্ষ্ম পার্থক্য আছে, এটা বুঝে পদক্ষেপ করতে হবে।
বৃশ্চিক: অক্টোবর ২৩ থেকে নভেম্বর ২১।
অধৈর্য আচরণ আর যাই হোক স্বতস্ফূর্ততা নয়, তাই নিজেকে সংযত করে রাখা দরকার।
advertisement
ধনু: নভেম্বর ২২ থেকে ডিসেম্বর ২১।
চিরাচরিত পথে কাজ না হলে স্বভাববিরুদ্ধ পদক্ষেপ নিতে হতে পারে, এতে ভুল নেই।
মকর: ডিসেম্বর ২২ থেকে জানুয়ারি ১৯।
আবেগপ্রবণতায় আটকে না থেকে নিজেকে ছড়িয়ে দেওয়া উচিত এখন সৃজনশীলতায়।
কুম্ভ: জানুয়ারি ২০ থেকে ফেব্রুয়ারি ১৮।
নানা দিক থেকে অন্যের অসম্মতির মুখে পড়তে হবে, এর জন্য তৈরি থাকুন।
advertisement
মীন: ফেব্রুয়ারি ১৯ থেকে মার্চ ২০।
নিজেকে সময় দেওয়া আর সমাজ থেকে বিচ্ছিন্ন থাকা এক নয়- এটা উপলব্ধির সময় এসেছে।
view comments
বাংলা খবর/ খবর/জ্যোতিষকাহন/
Bengali Horoscope: ২ ডিসেম্বর সকাল-সকাল কী চমক অপেক্ষা করছে? কতটা সাফল্য মিলবে ? দেখে নিন রাশিফল
Next Article
advertisement
Park Street Hotel Incident: হোটেলের ঘরে পচা গন্ধ, বক্স খাটের ভিতরে মিলল যুবকের দেহ! পার্ক স্ট্রিটে হাড় হিম করা ঘটনা
হোটেলের ঘরে পচা গন্ধ, বক্স খাটের ভিতরে মিলল যুবকের দেহ! পার্ক স্ট্রিটে হাড় হিম করা ঘটনা
  • পার্ক স্ট্রিটের হোটেলে রহস্য৷

  • ঘরের বক্স খাটের ভিতরে যুবকের দেহ৷

  • খুন বলেই অনুমান পুলিশের৷

VIEW MORE
advertisement
advertisement