Anupam Roy: সমুদ্রের সঙ্গে ‘কিছু কথা’ বলতে প্রিয়জনদের পাশে বালুকাবেলায় হাসিমুখে অনুপম

Last Updated:

Anupam Roy: চর্চার এই আবহ আরও একবার জোরদার হয়ে উঠল শুক্রবার সন্ধ্যায় অনুপমের পোস্টে

অনুপম রায় (ফাইল ছবি)
অনুপম রায় (ফাইল ছবি)
কলকাতা : দু’ বছর আগে যখন তাঁর ঘর ভেঙেছিল, তখনও এত চর্চা ছিল না সামাজিক মাধ্যমে৷ কিন্তু এখন যখন তাঁর প্রাক্তন অন্য কারওর সঙ্গে ঘর বেঁধেছেন, তখন অনুপম রায়ের জীবনযাপন নেটিজেনদের আলোচনার শীর্ষে৷ সোশ্যাল মিডিয়ায় যা পোস্ট করছেন, সেটাই চর্চার কেন্দ্রে৷ কথায় কথায় উঠে আসছে অনুপমের গানের লাইনও৷ অধিকাংশের মতে, কাকতালীয়ভাবে তাঁর শিল্পীর লাইন সত্যি হয়ে দেখা দিয়েছে তাঁর নিজের জীবনেই৷ অনুপমের প্রতি পোস্টে উপচে পড়ছে কমেন্ট বক্স৷ কটাক্ষ, কটূক্তি, বক্রোক্তির পাশাপাশি আসছে শুভেচ্ছাবার্তাও৷
চর্চার এই আবহ আরও একবার জোরদার হয়ে উঠল শুক্রবার সন্ধ্যায় অনুপমের পোস্টে৷ ভাইজাগের সমুদ্রসৈকতের ছবি শেয়ার করেছেন তিনি৷ প্রিয়জনদের সঙ্গে দাঁড়িয়ে রয়েছেন ভেজা বালিতে৷ পরনে টি শার্ট, হাঁটু পর্যন্ত গোটানো জিন্স৷ কাঁধে ব্যাগ৷ সমুদ্রের দামাল বাতাসে তাঁর চুল উড়ছে৷ ছবির ক্যাপশনে অনুপম লিখেছেন ‘সমুদ্রের সঙ্গে কিছু কথা’৷ একান্ত পারিবারিক মুহূর্তের এই ছবি অনুপম পোস্ট করার ঘণ্টাখানেকের মধ্যেই লাইক এসেছে প্রায় ৫৫ হাজার৷ কমেন্ট বক্সে দেড় হাজারের বেশি মন্তব্য৷ শেয়ারও করা হয়েছে অসংখ্যবার৷
advertisement
advertisement
অনুপমের প্রাক্তন স্ত্রী সমাজকর্মী পিয়া চক্রবর্তী সোমবার বিয়ে করেছেন পরমব্রত চট্টোপাধ্যায়কে৷ তাঁদের প্রেম নিয়ে গুঞ্জন তো ছিলই৷ কিন্তু বিয়ের খবর সম্পূর্ণ গোপন রেখেছিলেন তাঁরা৷ তাঁদের বিয়ের সঙ্গে সঙ্গে তিনজনের যাপন এখন চলে এসেছে আতসকাচের নীচে৷ ঘরোয়া পরিসরে ছিমছাম, আটপৌরে বিয়ের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন পরমব্রত৷
advertisement
আরও পড়ুন : রাখী গুলজার ফের বাংলা ছবিতে, পরিচালনায় শিবপ্রসাদ-নন্দিতা
তবে পরম-পিয়ার বিয়ে নিয়ে এখনও সরাসরি কোনও মন্তব্য করেননি অনুপম৷ তবে তাঁর প্রতি পোস্টেই বিচ্ছেদের অনুষঙ্গ খুঁজতে মরিয়া নেটিজেনরা৷ ভাইজাগের সমুদ্রসৈকতের পোস্টও তার ব্যতিক্রম নয়৷ কিন্তু বিষাক্ত ট্রোলিং-এর কোনও প্রতিক্রিয়া এখনও দেননি অনুপম৷ আপাতত ভার্চুয়াল দুনিয়ায় নোনা বাতাসে ভিজে বালুকাবেলায় সমুদ্রের সঙ্গে আলাপচারিতায় ব্যস্ত তিনি৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
Anupam Roy: সমুদ্রের সঙ্গে ‘কিছু কথা’ বলতে প্রিয়জনদের পাশে বালুকাবেলায় হাসিমুখে অনুপম
Next Article
advertisement
Dilip Ghosh: ছাব্বিশের আগেই গুরুদায়িত্বে ফিরছেন দিলীপ? শুভেন্দুর সামনেই মহা চাল দিলেন শমীক
ছাব্বিশের আগেই গুরুদায়িত্বে ফিরছেন দিলীপ? শুভেন্দুর সামনেই মহা চাল দিলেন শমীক
  • ছাব্বিশের বিধানসভা ভোটে নিজেদের শক্তি প্রদর্শনে মরিয়া বঙ্গের গেরুয়া ব্রিগেড। সেই লক্ষ্যে এবার আরএসএসের সঙ্গে সমন্বয় বৈঠক করছে বঙ্গ বিজেপি। বৃহস্পতিবার সেই বৈঠক শেষ হলেও অবশ্য নতুন রাজ্য কমিটি গঠন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

VIEW MORE
advertisement
advertisement