Anupam Roy: সমুদ্রের সঙ্গে ‘কিছু কথা’ বলতে প্রিয়জনদের পাশে বালুকাবেলায় হাসিমুখে অনুপম
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Anupam Roy: চর্চার এই আবহ আরও একবার জোরদার হয়ে উঠল শুক্রবার সন্ধ্যায় অনুপমের পোস্টে
কলকাতা : দু’ বছর আগে যখন তাঁর ঘর ভেঙেছিল, তখনও এত চর্চা ছিল না সামাজিক মাধ্যমে৷ কিন্তু এখন যখন তাঁর প্রাক্তন অন্য কারওর সঙ্গে ঘর বেঁধেছেন, তখন অনুপম রায়ের জীবনযাপন নেটিজেনদের আলোচনার শীর্ষে৷ সোশ্যাল মিডিয়ায় যা পোস্ট করছেন, সেটাই চর্চার কেন্দ্রে৷ কথায় কথায় উঠে আসছে অনুপমের গানের লাইনও৷ অধিকাংশের মতে, কাকতালীয়ভাবে তাঁর শিল্পীর লাইন সত্যি হয়ে দেখা দিয়েছে তাঁর নিজের জীবনেই৷ অনুপমের প্রতি পোস্টে উপচে পড়ছে কমেন্ট বক্স৷ কটাক্ষ, কটূক্তি, বক্রোক্তির পাশাপাশি আসছে শুভেচ্ছাবার্তাও৷
চর্চার এই আবহ আরও একবার জোরদার হয়ে উঠল শুক্রবার সন্ধ্যায় অনুপমের পোস্টে৷ ভাইজাগের সমুদ্রসৈকতের ছবি শেয়ার করেছেন তিনি৷ প্রিয়জনদের সঙ্গে দাঁড়িয়ে রয়েছেন ভেজা বালিতে৷ পরনে টি শার্ট, হাঁটু পর্যন্ত গোটানো জিন্স৷ কাঁধে ব্যাগ৷ সমুদ্রের দামাল বাতাসে তাঁর চুল উড়ছে৷ ছবির ক্যাপশনে অনুপম লিখেছেন ‘সমুদ্রের সঙ্গে কিছু কথা’৷ একান্ত পারিবারিক মুহূর্তের এই ছবি অনুপম পোস্ট করার ঘণ্টাখানেকের মধ্যেই লাইক এসেছে প্রায় ৫৫ হাজার৷ কমেন্ট বক্সে দেড় হাজারের বেশি মন্তব্য৷ শেয়ারও করা হয়েছে অসংখ্যবার৷
advertisement
advertisement
অনুপমের প্রাক্তন স্ত্রী সমাজকর্মী পিয়া চক্রবর্তী সোমবার বিয়ে করেছেন পরমব্রত চট্টোপাধ্যায়কে৷ তাঁদের প্রেম নিয়ে গুঞ্জন তো ছিলই৷ কিন্তু বিয়ের খবর সম্পূর্ণ গোপন রেখেছিলেন তাঁরা৷ তাঁদের বিয়ের সঙ্গে সঙ্গে তিনজনের যাপন এখন চলে এসেছে আতসকাচের নীচে৷ ঘরোয়া পরিসরে ছিমছাম, আটপৌরে বিয়ের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন পরমব্রত৷

advertisement
আরও পড়ুন : রাখী গুলজার ফের বাংলা ছবিতে, পরিচালনায় শিবপ্রসাদ-নন্দিতা
তবে পরম-পিয়ার বিয়ে নিয়ে এখনও সরাসরি কোনও মন্তব্য করেননি অনুপম৷ তবে তাঁর প্রতি পোস্টেই বিচ্ছেদের অনুষঙ্গ খুঁজতে মরিয়া নেটিজেনরা৷ ভাইজাগের সমুদ্রসৈকতের পোস্টও তার ব্যতিক্রম নয়৷ কিন্তু বিষাক্ত ট্রোলিং-এর কোনও প্রতিক্রিয়া এখনও দেননি অনুপম৷ আপাতত ভার্চুয়াল দুনিয়ায় নোনা বাতাসে ভিজে বালুকাবেলায় সমুদ্রের সঙ্গে আলাপচারিতায় ব্যস্ত তিনি৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 01, 2023 9:21 PM IST