Rakhi Gulzar in Bengali Movie: রাখী গুলজার ফের বাংলা ছবিতে, পরিচালনায় শিবপ্রসাদ-নন্দিতা

Last Updated:

Rakhi Gulzar in Bengali Movie: তিনি ছাড়া এই ছবিতে অভিনয় করবেন শ্রাবন্তী চট্টোপাধ্যায় এবং শিবপ্রসাদ নিজেও

ফের বাংলা ছবিতে অভিনয় করবেন রাখী গুলজার
ফের বাংলা ছবিতে অভিনয় করবেন রাখী গুলজার
কলকাতা: শীতের শুরুতে দর্শকদের জন্য সুখবর। দীর্ঘ দশক পর ফের বাংলা ছবিতে অভিনয় করবেন রাখী গুলজার। বর্ষীয়ান অভিনেত্রীকে এ বার দেখা যাবে শিবপ্রসাদ মুখোপাধ্যায়, নন্দিতা রায়ের পরবর্তী ছবি ‘আমার বস’-এ। তিনি ছাড়া এই ছবিতে অভিনয় করবেন শ্রাবন্তী চট্টোপাধ্যায় এবং শিবপ্রসাদ নিজেও। উইন্ডোজ-এর এই ছবির শ্যুটিং শুরু হবে আগামী মাসে। সোশ্যাল মিডিয়ায় এ খবর জানিয়েছেন নন্দিতা রায়।
পরিচালক লিখেছেন ‘রক্তবীজ পঞ্চাশ দিনের পথে… বিশ্বজুড়ে রক্তবীজের রমরমা এখনও অব্যাহত, আর ইতিমধ্যেই শুরু হতে চলেছে আমাদের নতুন ছবি, আরও একটা নতুন গল্প, আবারও একটা নতুন চমক। ছবির নাম ‘আমার বস’। এই নতুন পথ চলায় আমাদের সাথে থাকছেন শ্রদ্ধেয়া রাখী গুলজার, শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও শ্রাবন্তী চ্যাটার্জি। শুটিং শুরু জানুয়ারি মাসে। আশা করি প্রত্যেকবারের মত এবারও আপনাদের পাশে পাব।’ প্রসঙ্গত বিগত দু’ দশকের বেশি সময় ধরে ছবির দুনিয়া থেকে নিজেকে অনেকটাই দূরে সরিয়ে নিয়েছেন রাখী। বাংলা ছবিতে তাঁকে শেষ বার দেখা গিয়েছে এক দশক আগে সদ্য প্রয়াত গৌতম হালদারের পরিচালনায়। মতি নন্দীর ছোটগল্প ‘বিজলীবালার মুক্তি’ অবলম্বনে তৈরি সেই ছবি ‘নির্বাণ’ অবশ্য শেষ পর্যন্ত প্রেক্ষাগৃহে মুক্তি পায়নি। চার বছর আগে কলকাতা চলচ্চিত্র উ‍ৎসবে প্রদর্শিত হয়েছিল ‘নির্বাণ’৷
advertisement
advertisement
এই ছবি তৈরিরও প্রায় এক দশক আগে ২০০৩-এ মুক্তি পেয়েছিল ঋতুপর্ণ ঘোষের ‘শুভ মহরৎ’৷ আগাথা ক্রিস্টির লেখা ‘দ্য মিরর ক্র্যাকড’ ছোটগল্প অবলম্বনে এই ছবি একইসঙ্গে মন জয় করেছিল দর্শকমহল এবং সমালোচক কলমের৷ গোয়েন্দা মিস মার্পল-এর অনুকরণে সৃষ্ট ‘রাঙাপিসি’ চরিত্রে ঋতুপর্ণর পরিচালনায় রাখীর অভিনয়ে মুগ্ধ হয়েছিলেন দর্শকরা৷ সে বছর শ্রেষ্ঠ পার্শ্বচরিত্রাভিনেত্রী হিসেবে তিনি ভূষিত হয়েছিলেন জাতীয় পুরস্কারে৷
advertisement
আরও পড়ুন : শৈশবেই দৃষ্টিহীন, সব শারীরিক প্রতিবন্ধকতাকে হারিয়ে বিশেষ প্রশিক্ষণ ছাড়াই তরুণী আজ আইএএস অফিসার
তাঁদের নতুন ছবির কথা সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন শিবপ্রসাদ মুখোপাধ্যায়ও৷ অভিনেত্রীর সঙ্গে একটি ছবি পোস্ট করেছেন শিবপ্রসাদ৷ ক্যাপশনে লিখেছেন ‘আমাদের সব সিনেমা ওনার দ্যাখা। সবচেয়ে প্রিয় হামি। উনি আমাদের রাখীদি । আপনাদের কাছে রাখী গুলজার। আমাদের পরের সিনেমার মুখ্য চরিত্রে উনি। আর একটা ইচ্ছে পূরণ। আজকের সকালটা স্পেশাল।’
advertisement
বিরতির পর অভিনয় জীবনে ফিরে এসে ‘রাঙাপিসি’ হয়ে চমকে দিয়েছিলেন রাখী গুলজার৷ বাংলা ছবিতে তাঁকে নতুন রূপে দেখার জন্য এখন থেকেই অপেক্ষার প্রহর শুরু৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
Rakhi Gulzar in Bengali Movie: রাখী গুলজার ফের বাংলা ছবিতে, পরিচালনায় শিবপ্রসাদ-নন্দিতা
Next Article
advertisement
West Bengal Weather Update: পুজোর মুখেই নিম্নচাপের আশঙ্কা ! জেলায় জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা
পুজোর মুখেই নিম্নচাপের আশঙ্কা ! জেলায় জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা
  • পুজোর মুখেই নিম্নচাপের আশঙ্কা !

  • জেলায় জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা

  • উত্তরবঙ্গে বিক্ষিপ্ত ভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে

VIEW MORE
advertisement
advertisement