কলকাতা: বৃহস্পতিবার সন্ধ্যায় পশ্চিমবঙ্গ সরকারের তরফে আয়োজন করা হয়েছিল ‘টেলি অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস’-এর। সেখানেই মরণোত্তর কৃতী সম্মান দেওয়া হয় অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মাকে। মঞ্চে উঠে পুরস্কার নিলেন শোকাতুর বাবা-মা। মায়ের বুকে আঁকড়ে ধরা মেয়ের ছবি, বাবার হাতে ট্রফি… মা কাঁদছেন, বাঁধভাঙা কান্না!
সোশ্যাল মিডিয়ায় পশ্চিমবঙ্গ সরকারের এই উদ্যোগকে ধন্যবাদ জানিয়ে ঐন্দ্রিলার মা শিখা শর্মা লেখেন, ” টেলি অ্যাকাডেমি মরণোত্তর স্মৃতি পুরস্কার আজকে পেয়েছে আমার ঐন্দ্রিলা। আমরা মা-বাবা নিলাম। অসাধারণ আতিথেয়তা পেলাম মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে। উনি ঐন্দ্রিলাকে খুব ভালবাসতেন সে কথা জানালেন। অনেক কথা হল ঐন্দ্রিলাকে নিয়ে। আমরা আপ্লুত। আমার মানিকের স্মৃতি আঁকড়ে এভাবেই বেঁচে থাকব।”
বৃহস্পতিবার পুরস্কার নেওয়ার সময়ই কান্নায় ভেঙে পড়েন অভিনেত্রীর মা। একই মঞ্চে এদিন পুরস্কৃত হয়েছেন সব্যসাচী চৌধুরীও। ২০২২ সালের ২০ নভেম্বর শেষ নিশ্বাস ত্যাগ করেন ঐন্দ্রিলা।