সমস্ত অভাব-অভিযোগ দূরে সরিয়ে রেখে বছরভর যারা প্রত্যন্ত গ্রামাঞ্চলের দুয়ারে দুয়ারে সরকারি স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেন, তাঁরা আশাকর্মী। কোভিড অতিমারী রুখতে কিংবা কোভিড টিকাকরণ সম্পূর্ণ করতে এঁদের উপরই ভরসা রাখতে হয় জেলা স্বাস্থ্য দপ্তরকে। সেই আশাকর্মীদেরই সম্মানিত করা হল পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী ব্লক স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে।