মেদিনীপুর শহরের কালগাং মালিয়াড়া অঞ্চলের শেকলে বাঁধা প্রতিবন্ধী যুবক শাজাহান মোল্লার পায়ের বেড়ি খোলা হলো ব্লক প্রশাসনের তরফে। মেদিনীপুর সদর বিডিও অফিসের সোস্যাল ওয়েলফেয়ার অফিসার চন্দন রজক সহ প্রশাসনের অন্যান্য আধিকারিকগন আজ প্রতিবন্ধী যুবকের বাড়িতে এসে পায়ের শিকল খুলে ফেললেন। তিনি জানান, আগামী ৪৮ ঘন্টার ঐ যুবকের প্রতিবন্ধী ভাতার।