তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি স্বচ্ছতা বজায় রাখতে এবার হোয়াটসঅ্যাপ নাম্বার চালু করল সংগঠন এর রাজ্য নেতৃত্ব। জেলা স্তর থেকে রাজ্য স্তর পর্যন্ত যেকোনো শ্রমিক নেতার বিরুদ্ধে যে কোন ধরনের অভিযোগ জানানো যাবে এই (6292262463) হোয়াটস অ্যাপ নম্বরয়ে। সোমবারের জেলা পরিষদ হলে আইএনটিটিইউসি রাজনৈতিক কর্মী সম্মেলনে যোগ দিতে এসে জানালেন ঋতব্রত ব্যানার্জী