
South 24 Pargana News: ইলিশ সহ অন্যান্য সামুদ্রিক মাছ ধরতে প্রতি বছর গভীর সমুদ্রে পারি দেয় মৎস্যজীবীরা। সেই সময়ে তাঁরা নিয়ে যান ট্রলার। এই এক একটি ট্রলার তৈরি করতে খরচ পড়ে প্রায় ১ কোটি টাকা। গভীর সমুদ্রে মাছ ধরতে যাওয়ার জন্য মৎস্যজীবীদের একমাত্র ভরসা ট্রলার। একবার ট্রলার তৈরি হয়ে গেলে প্রথম মাছ ধরার সিজনে বড়লোক হয়ে যাবেন আপনি। তবে ট্রলার তৈরি করা কম ঝামেলার জিনিস নয়।