Jalpaiguri News : মুহূর্তে মাটিয়ালির সামসিং চা বাগান এলাকায় পড়ুয়া ও শিক্ষকদের মধ্যে ছড়াল চাঞ্চল্য। অবশেষে ভাল্লুক শাবককে উদ্ধার করে বনকর্মীরা। ভালুকটিকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় নেওড়াভ্যালিতে।