
বান্ধবীর বিবাহ বার্ষিকী উপলক্ষ্যে দুই যুবতী সোনারপুর থেকে এসেছিলেন ক্যানিংয়ে। মঙ্গলবার বিকেলে ক্যানিংয়ের বিভিন্ন জায়গায় বান্ধবী এবং তাঁর পরিবারের সদস্যদের সাথে ঘোরাঘুরির পর সাত মহিলা একসাথে মিলে রেস্তরাঁয় খাবার খেতে গিয়েছিলেন ক্যানিং রেলগেট সংলগ্ন একটি ক্যাফেতে। সেখানে খাবারের গুনগত মান খারাপ হওয়ায় সে বিষয়ে প্রতিবাদ করতেই রেস্তরাঁর মালকিন কেয়া বিশ্বাস ওই দুই যুবতীর উপর চড়াও হয়ে তাঁদেরকে বেধড়ক মারধর করে বলে অভিযোগ। রেস্টুরেন্ট থেকে বের করে ধাক্কা মেরে রাস্তায় ফেলে দেওয়া হয় তাঁদেরকে। চুলের মুঠি ধরে চলে মারধর। মঙ্গলবার সন্ধায়ি এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। আহত দুই যুবতীতে রাতেই ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয় চিকিৎসার জন্য। সেখানে চিকিৎসা করিয়ে গভীর রাতে এ বিষয়ে ক্যানিং থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তাঁরা। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
Last Updated: May 27, 2025, 21:52 ISTআর কতদিন এতটা কনকনে শীত? তাপমাত্রা কী আরও কমবে? কুয়াশার ঘনঘটা কোন জেলায় আজ, জেনে নিন আমাদের প্রতিনিধির থেকে
Last Updated: Jan 08, 2026, 19:13 ISTকনকনে ঠান্ডায় স্লিভলেস ব্লাউজ- সিল্ক শাড়িতে নুসরত! শীতে র্যাম্পে উষ্ণতা ছড়ালেন সুন্দরী
Last Updated: Jan 07, 2026, 14:40 ISTকনকনে শীত আর কতদিন আবহাওয়ার বিস্তারিত জানাবেন প্রতিনিধি বিশ্বজিৎ সাহা
Last Updated: Jan 07, 2026, 13:03 ISTভজনের মাঝেই অদ্ভূত আচরণ সুধা চন্দ্রনের, ভিডিও দেখেই অবাক সকলে, ট্রোলের শিকার! মুখ খুললেন সুধা
Last Updated: Jan 06, 2026, 16:06 ISTকলকাতায় জানুয়ারি মাসের সর্বকালীন রেকর্ড সর্বনিম্ন তাপমাত্রা ৬.৭ ডিগ্রি সেলসিয়াস। ১৮৯৯ সালে। ২০১৩ সালে ৯ জানুয়ারি কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা হয়েছিল ৯ ডিগ্রি সেলসিয়াস। ২০০৩ সালের ২২ শে জানুয়ারি সর্বনিম্ন তাপমাত্রা নেমেছিল ১০ ডিগ্রি সেলসিয়াস এর নিচে। সর্বনিম্ন তাপমাত্রা সেদিন ছিল ৯.৩ ডিগ্রি সেলসিয়াস।
Last Updated: Jan 06, 2026, 10:56 IST