বান্ধবীর বিবাহ বার্ষিকী উপলক্ষ্যে দুই যুবতী সোনারপুর থেকে এসেছিলেন ক্যানিংয়ে। মঙ্গলবার বিকেলে ক্যানিংয়ের বিভিন্ন জায়গায় বান্ধবী এবং তাঁর পরিবারের সদস্যদের সাথে ঘোরাঘুরির পর সাত মহিলা একসাথে মিলে রেস্তরাঁয় খাবার খেতে গিয়েছিলেন ক্যানিং রেলগেট সংলগ্ন একটি ক্যাফেতে। সেখানে খাবারের গুনগত মান খারাপ হওয়ায় সে বিষয়ে প্রতিবাদ করতেই রেস্তরাঁর মালকিন কেয়া বিশ্বাস ওই দুই যুবতীর উপর চড়াও হয়ে তাঁদেরকে বেধড়ক মারধর করে বলে অভিযোগ। রেস্টুরেন্ট থেকে বের করে ধাক্কা মেরে রাস্তায় ফেলে দেওয়া হয় তাঁদেরকে। চুলের মুঠি ধরে চলে মারধর। মঙ্গলবার সন্ধায়ি এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। আহত দুই যুবতীতে রাতেই ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয় চিকিৎসার জন্য। সেখানে চিকিৎসা করিয়ে গভীর রাতে এ বিষয়ে ক্যানিং থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তাঁরা। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷