টোটোকে নিয়ন্ত্রণে আনার সিদ্ধান্ত আগেই নিয়েছিল রাজ্য, এবার কার্যকর করা শুরু। আগেই একাধিক বিষয় সিদ্ধান্ত নেওয়া হয়, যার মধ্যে ছিল- ১) রাজ্যের সমস্ত টোটোকে অস্থায়ী এনরোলমেন্ট নম্বর দিয়ে রেজিস্ট্রেশনের সিদ্ধান্ত হল। ২) মোট কত লক্ষ টোটো চলে সেটাও পরিবহন দফতরের জানা নেই। ৩) লক্ষ লক্ষ মানুষের জীবিকা তাই বন্ধ করতে নিষেধ করেছেন মুখ্যমন্ত্রী। ৪) মারাত্মক যানজট তৈরি হচ্ছে। অন্য নাগরিকদের সীমাহীন অসুবিধা হচ্ছে। ৫) টোটো কে শৃঙ্খলার মধ্যে আনার কাজ শুরু হল। কিউ আর কোড দেওয়া স্টিকার লাগানো হবে টোটোর গায়ে। ৬) চিহ্নিতকরণের কাজ শেষ হওয়ার পর টোটো চলার রাস্তা বেছে দেওয়া হবে।
টোটোর রেজিস্ট্রেশনের পালা শুরু, বড় পদক্ষেপ নিচ্ছে সরকার! দেখুন ভিডিও
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷