TRENDING:

কী করে মিলল চুরি যাওয়া শিশুর সন্ধান! আসল কারণ জানলে অবাক হবেন আপনিও

Last Updated:

হাসপাতাল থেকে শিশু চুরি হয়ে গিয়েছে, অথচ তখন তাকে উদ্ধারের কুল কিনারা করতে পারছিল না পুলিশ। সিসিটিভির বিভিন্ন ফুটেজ খতিয়ে দেখেও তেমন আশাপ্রদ কোনও তথ্য মেলেনি। যখন অন্ধকারে হাতড়ানোর মতো অবস্থা তখন শিশুটিকে উদ্ধারে বড় ভূমিকা নিলেন এক মহিলা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বর্ধমান: হাসপাতাল থেকে শিশু চুরি হয়ে গিয়েছে, অথচ তখন তাকে উদ্ধারের কুল কিনারা করতে পারছিল না পুলিশ। সিসিটিভির বিভিন্ন ফুটেজ খতিয়ে দেখেও তেমন আশাপ্রদ কোনও তথ্য মেলেনি। যখন অন্ধকারে হাতড়ানোর মতো অবস্থা তখন শিশুটিকে উদ্ধারে বড় ভূমিকা নিলেন এক মহিলা। বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতাল থেকে চুরি হওয়া ১৮ দিনের শিশু কিভাবে উদ্ধার হল জানেন?
কী করে মিলল চুরি যাওয়া শিশুর সন্ধান!আসল কারণ জানলে অবাক হবেন আপনি
কী করে মিলল চুরি যাওয়া শিশুর সন্ধান!আসল কারণ জানলে অবাক হবেন আপনি
advertisement

আরও পড়ুন: রাজনীতি, সাংবাদিকতার পরে ব্রাত্য বসুর পরিচালনায় এবার অভিনয়ে কুণাল ঘোষ! কোন ছবিতে থাকছেন?

মঙ্গলবার দুপুরে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের আউটডোর থেকে শিশু চুরির ঘটনা ঘটে। আউটডোরের শিশু বিভাগে শিশুপুত্রটিকে মা সেলেফা খাতুন চেক আপের জন্য নিয়ে গিয়েছিলেন। সঙ্গে ছিলেন সেলেফার মা হামিদা বিবি। শিশুটির বাবা সুজল সেখ ওষুধ কিনতে গিয়েছিলেন। প্রসূতি বিভাগের আউটডোরের বারান্দায় সেলেফা খাতুন ও তার মা শিশুটিকে নিয়ে বসে ছিলেন। সেই সময় হলুদ রঙের চুড়িদার পরা রুমকি খাতুন নামে এক যুবতী তাদের কাছে এসে শিশুটিকে আদর করতে থাকে এবং কিছুক্ষণ পর কোলেও নেয়। অল্প সময়ের মধ্যেই ওই যুবতী শিশুটিকে কোলে নিয়েই সেখান থেকে উধাও হয়ে যায়। বিষয়টি টের পেয়ে হামিদা বিবি তড়িঘড়ি জামাই সুজল সেখকে ফোন করে বিষয়টি জানান। সুজল সেখ সঙ্গে সঙ্গে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পে গিয়ে অভিযোগ দায়ের করেন।

advertisement

আরও পড়ুন: এসএসসি শিক্ষক নিয়োগ পরীক্ষার মডেল উত্তরপত্রকে চ্যালেঞ্জ ৯২ হাজার পরীক্ষার্থীর! কী হবে এবার?

ওদিকে শিশুটিকে নিয়ে বর্ধমানের কৃষ্ণপুরে মায়ের কাছে পৌঁছে যায় রুমকি। এলাকায় রটে যায় সে পুত্র সন্তান প্রসব করেছে। পাশের বাড়ির বাসিন্দা রেবিনা বিবি বলেন, তখন বিকেল সাড়ে পাঁচটা। শুনলাম রুমকির পুত্র সন্তান হয়েছে। কৌতূহল হওয়ায় দেখতে যাই। কিন্তু দেখেই সন্দেহ হয়। মনে হল, এ তো আজকে হওয়া শিশু নয়, নাভি শুকনো। তাছাড়া বেলা বারোটায় শিশুর জন্ম হল, আর হাসপাতাল মা শিশুকে কয়েক ঘন্টার মধ্যে ছেড়ে দিল! খটকা লাগে তখনই।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
হুবহু যেন কাশ্মীরের বৈসারন ভ্যালি, বাংলার এই জেলা ট্যুরিস্টদের স্বাগত জানাচ্ছে
আরও দেখুন

রেবিনা বলেন, “আমার বোনেরও বর্ধমান মেডিকেলে সন্তান প্রসব হয়েছে। সে হাসপাতালে ভর্তি রয়েছে। আমার মা তার কাছেই রয়েছে। সেই সময় মা ফোন করে জানায়, হাসপাতাল থেকে শিশু চুরি হয়েছে, তা নিয়ে খুব শোরগোল হচ্ছে। এই ঘটনা শুনে মাকে রুমকির বিষয়টি জানাই। পুলিশকে বিষয়টি জানাতে বলি। এরপর সন্ধে সাড়ে সাতটা নাগাদ পুলিশ এসে শিশুটিকে উদ্ধার করে, রুমকি ও তার মাকে ধরে নিয়ে যায়”।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
কী করে মিলল চুরি যাওয়া শিশুর সন্ধান! আসল কারণ জানলে অবাক হবেন আপনিও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল