বিবাহবহির্ভূত সম্পর্কের জেরে কুপিয়ে খুন হাওড়া শিবপুর কাসুন্দিয়ায়! বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটে এলাকার একটি আবাসনে। বিকাশ চৌধুরী নামে ব্যক্তির আবাসনের একটি ফ্ল্যাটের বাসিন্দার স্ত্রীর সঙ্গে এক ব্যক্তির অবৈধ সম্পর্ক জেরেই খুনের ঘটনা। ৪০ বছর বয়সী রবি প্রসাদ এর সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল। সেই সম্পর্কের জেরেই মাঝেমাঝেই রবির সঙ্গে বিকাশের ফোনে ঝামেলা চলত। অন্যান্য দিনের মতো বৃহস্পতিবার রাতেও তাদের মধ্যে ঝগড়াঝাটি হয় বলে জানা যায়। তার পর অন্যত্র থাকা রবি দলবল নিয়ে কাসুন্দিয়ায় বিকাশের ফ্ল্যাটে হাজির। এখানেই বিকাশ এবং রবির মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়। এরপর পরিস্থিতি হাতাহাতি, তার পর আচমকা বিকাশ একটি ছুরি দিয়ে রবিকে কোপাতে থাকে বলে অভিযোগ।
Extra Marital Affair: অন্য যুবকের সঙ্গে নিষিদ্ধ সম্পর্ক স্ত্রীর! প্রেমিককে কুপিয়ে খুনের অভিযোগ, দেখুন ভিডিও
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷