Cylinder Fire Crackers: ব্লাস্ট হচ্ছে সিলিন্ডার! কারো কোনও ভ্রূক্ষেপ নেই! বালুরঘাটে দীপাবলীর আগে হচ্ছেটা কী
- Published by:Debalina Datta
- hyperlocal
- Reported by:SUSMITA GOSWAMI
Last Updated:
Cylinder Fire Crackers: নিমেষেই ব্লাস্ট হচ্ছে সিলিন্ডার! তবে ঘটবে না কোনও বিপদ! দীপাবলি উপলক্ষে এবার বাজার কাঁপাচ্ছে সিলিন্ডার বাজি
advertisement
1/6

চোখের সামনে নিমিষেই ব্লাস্ট হচ্ছে সিলিন্ডার। দেখে চোখ কপালে উঠলেও এই সিলিন্ডার রান্নার কাজে ব্যবহৃত নয়। দীপাবলি উপলক্ষে এবার বাজার কাঁপাচ্ছে সিলিন্ডার বাজি। বালুরঘাটের ছোট কিংবা বড় প্রত্যেকেরই, নতুনত্ব এই বাজিতে মেতেছে মন।সুস্মিতা গোস্বামী
advertisement
2/6
দুর্গোৎসব শেষ হতে না হতেই এবার কালীপুজোতে পুরোদমে আনন্দে মাততে চলেছে বাঙালি৷ আর কালীপুজোর অন্যতম অঙ্গই হল আতশবাজি৷ অত্যাধুনিক সমস্ত বাজি গুলি হাতের নাগালে পেয়ে খুশি কচিকাঁচা থেকে সাধারণ মানুষ।সুস্মিতা গোস্বামী
advertisement
3/6
এই সব বাজিতে আতঙ্ক কম থাকায় বাড়ির বড়রা ছোটদের কিনে দিতে সাহস পাচ্ছে। এমনকি নতুনত্ব ট্রেন্ড হিসেবে সিলিন্ডার বাজি কিনতে কচিকাঁচাদের ব্যাপক ভিড় লক্ষ্য করা যাচ্ছে দোকান গুলিতে।সুস্মিতা গোস্বামী
advertisement
4/6
এবিষয়ে আতশবাজি বিক্রেতা তরুণ মহন্ত জানান, "তাদের আতশবাজির ব্যবসা বেশ কয়েক বছর পুরোনো। তবে প্রতিবছরই কিছু না কিছু নতুনত্ব ট্রেন্ড থাকে বাজির। তেমনই এবছর নতুনত্ব হিসেবে বাজার কাপাচ্ছে সিলিন্ডার বাজি।"সুস্মিতা গোস্বামী
advertisement
5/6
যা দেখতে কিনতে দোকানে বেশ ভিড় লক্ষ্য করা যাচ্ছে। দামও রয়েছে সকলের সাধ্যের মধ্যেই। মাত্র ১২০-১৫০ টাকা প্যাকেট। যা এই বছর বাচ্চা থেকে বড় সকলের নজর কাড়ছে। ঘটবে না কোনও বিপদ।সুস্মিতা গোস্বামী
advertisement
6/6
এমনকি আলোর উৎসবের দিনগুলিতে অত্যাধুনিক মানের এই সমস্ত বাজিগুলি ফাটানোর সময় অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেই বিষয়টি লক্ষ রেখে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানা গিয়েছে।সুস্মিতা গোস্বামী
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Cylinder Fire Crackers: ব্লাস্ট হচ্ছে সিলিন্ডার! কারো কোনও ভ্রূক্ষেপ নেই! বালুরঘাটে দীপাবলীর আগে হচ্ছেটা কী