হুগলি সেতুতে দাউ দাউ করে জ্বলছে প্রাইভেট কার! হঠাৎ চলন্ত গাড়িতে আগুন। সন্ধ্যায় অফিস ফিরতি মানুষ। হুগলি সেতু দারুন ব্যস্ত, দুই লেনে দুরন্ত গতিতে ছুটছে গাড়ি। এমন সময় হঠাৎ কলকাতা গামী লেনে ভয়ানক কান্ড। সারি সারি গতিশীল গাড়ির মধ্যে সেতুর মাঝ বরাবর একটি প্রাইভেট কারে হঠাৎ দাউদাউ করে আগুন জ্বলে ওঠে। কিছু বোঝার আগেই গাড়িটি জ্বলতে থাকে, চালক কোনক্রমে ওই গাড়ি থামিয়ে। জ্বলন্ত গাড়ি থেকে বেড়িয়ে প্রাণ প্রাণে বাঁচে।