Tarapith : তারাপীঠে আজ মা তারার আবির্ভাব দিবস। আবির্ভাব দিবসে তারাপীঠে বিশেষ পুজোর আয়োজন। সকাল থেকে মন্দিরে ভক্তদের ভিড়। আবির্ভাব দিবসে প্রতিমার নতুন সাজ। রাতে তারাপীঠে মহাভোগ। তারাপীঠে আজ ভক্ত সমাগম দেখবার মতো ৷ মন্দিরে তিল ধারণের জায়গা নেই ৷ মানুষের ভিড়ে উপচে পড়ছে মন্দির চত্বর ৷ কারণ আজ তারা মায়ের আবির্ভাব তিথি ৷ মা দুর্গা বিদায় নেওয়ার পর যখন আকাশ-বাতাস ভারি হয়ে ওঠে বিষাদের সুরে, ঠিক এমন সময়েই তারাপীঠে এই তিথির উদযাপন শুরু হয় ৷ কথিত আছে, আশ্বিন মাসের শুক্লা চতুর্দশীর দিন মা তারা আবির্ভূত হয়েছিলেন। সেই উপলক্ষে ভক্তদের ঢল নামল তারাপীঠে। এদিনেই গর্ভগৃহ থেকে দেবীর বিগ্রহ বাইরে আনা হয়। মন্দিরের বিরাম মঞ্চে পশ্চিম দিকে মুখ করে বসানো হয় তারা মাকে।
Tarapith: তারাপীঠে আজ মা তারার আবির্ভাব দিবস! মহালক্ষ্মী রূপে পূজিত হবেন মা, দেখুন ভিডিও!
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷