নামখানা, রায়দিঘি, কাকদ্বীপ বিভিন্ন খেয়াঘাটে এই ইলিশ এসেছে। নামখানা ঘাটেই ২৫ ট্রলার ইলিশ নিয়ে ফিরে এসেছে। মৎস্যজীবীরা জানিয়েছেন, আবহাওয়া অনুকূলে থাকার কারণে ট্রলারগুলি ভালো ইলিশ পেয়েছে। ধীরে ধীরে আরও ট্রলার মাছ নিয়ে ঘাটে ফিরছে। যে মাছ এসেছে সেই মাছের ওজনও ভাল। বেশিরভাগ ইলিশ মাছ ৬০০ গ্রাম থেকে এক কিলো ওজনের মধ্যে রয়েছে। এই হারে মাছ পড়লে আগামী কয়েকদিনের মধ্যে বাজারে পর্যাপ্ত পরিমাণে ইলিশ মাছ আসতে পারে।