এবার যাদবপুর কাণ্ডে মৃতের বাবার বিস্ফোরক দাবি। ঘটনার দু-দিন পরে তিনি জানান, 'মেয়েকে যেখানে পাওয়া গিয়েছে, সেখানে কেউ ডেকে নিয়ে ধাক্কা মেরেছে ফেলে দিয়েছে। কারণ ওর দুটো কনুইতেই ছড়ে যাওয়ার দাগ আছে। ও সাঁতার জানে না এটা ওর বন্ধুরা জানত। ভাল ছাত্রী ছিল। সমস্ত অনুষ্ঠানে ওর যোগদান ছিল। কেউ হয়তো প্রপোজ করেছিল, ও সাড়া দেয়নি। তবে এখনও পর্যন্ত পরিবারের তরফ থেকে থানায় কোনও অভিযোগ করা হয়নি।'