Shubhanshu Shukla: ২৮ ঘণ্টা পর বৃহস্পতিবার বিকেল চারটে বেজে এক মিনিটে সফল ডকিং আন্তর্জাতিক স্পেশ স্টেশনে। দু ঘণ্টা ডকিং প্রসিডিওরের পর মহাকাশ স্টেশনে প্রথম ভারতীয় হিসেবে শুভাংশু শুক্লা। আপাতত ১৪ দিন এখানেই থেকে সাতটি বিষয়ে রিসার্চ করবেন শুভাংশু শুক্লা।