সকাল সকাল ভয়াবহ হিট অ্যান্ড রানের সাক্ষী হল নভি মুম্বই৷ বেপরোয়া গাড়িটি কয়েকজনকে পিষে বেরিয়ে গেল৷ ঘটনাস্থলেই মৃত্যু হল দু জনের৷ আরও ৪ জনের অবস্থা আশঙ্কাজনক৷ রবিবার সকাল সাড়ে ৭টা নাগাদ ঘটনাটি ঘটেছে নভি মুম্বইয়ের কামোথে এলাকায়৷ সেই ভয়াবহ দুর্ঘটনার ফুটেজ ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরায়৷ একটি স্কোডা গাড়ি নিয়ে ৬ জনকে ধাক্কা মারা হয়েছে৷ ওই গাড়ি ও ড্রাইভারের খোঁজে ব্যাপক তল্লাশি শুরু করেছে পুলিশ৷ মৃত্যু হয়েছে ৭ বছরের শিশু সার্থক ও ৩২ বছর বয়সি বৈভব গৌরব নামে দু জনের৷ দু জনকে ধাক্কা মেরেও ক্ষান্ত হয়নি গাড়িটি৷ পর পর বাইকে ধাক্কা মারতে থাকে৷
Last Updated: Jul 22, 2019, 12:41 IST
electoralsearch.eci.gov.in -এ ক্লিক করলেই দেখা যাবে ভোটারের নাম। SIR তালিকায় কীভাবে খুঁজবেন নিজের, পরিবারের সকলের নাম? CEO দফতরের ওয়েবসাইটে ইতিমধ্যেই বাদ যাওয়া নামের তালিকা প্রকাশ পেয়েছে। ওয়েবসাইটে লগ ইন করলেই দেখা যাচ্ছে বাতিল ভোটারদের নাম। ওয়েবসাইটে ক্লিক করে ডাউনলোড করা যাচ্ছে বাদ যাওয়া নামের তালিকা। কমিশন সূত্রে জানা গিয়েছে, প্রায় ৫৮ লক্ষ ২০ হাজার মানুষের নাম বাদ গিয়েছে তালিকা থেকে।
Last Updated: Dec 16, 2025, 17:31 ISTমঙ্গলবার কংগ্রেস সাংসদ ভামসি গাদ্দাম 'RG' লেখা একটি বিশেষ বাইকে সংসদে পৌঁছেছিলেন। তিনি বলেন যে তিনি সংসদে যে বাইকটি চালিয়ে গেছেন তা একটি বৈদ্যুতিক ব্যাটারি চালিত ক্যাফে রেসার-অনুপ্রাণিত বাইক যার নাম 'অ্যাটম বাইক'।
Last Updated: Dec 16, 2025, 16:21 ISTবহু দিনের প্রস্তুতি শেষে ফাইবারের বিশেষ প্রযুক্তিতে তৈরি এই বিশাল মূর্তিটি গভীর রাতে ক্রেনের মাধ্যমে স্থাপন করা হয় নির্দিষ্ট স্থানে। জানা গিয়েছে, শিল্পী মন্টি পালের উদ্যোগে নির্মিত হয়েছে এই অভূতপূর্ব মেসি মূর্তি
Last Updated: Dec 12, 2025, 00:00 ISTবরফের সাদা চাদরে ঢাকল রোহতাং, দেখুন ভিডিও
Last Updated: Dec 09, 2025, 20:18 ISTসেদিনই বিশ্বজয়ীর হাতে রাজ্য পুলিশের ডিএসপি পদে চাকরির নিয়োগপত্র তুলে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শিলিগুড়ি কমিশনারেটের DSP পদে নিযুক্ত করা হয়েছে রিচাকে৷ বুধবার তিনি পৌঁছে যান শিলিগুড়ি কমিশনারেটে। সেখানেই রিচার হাতে তুলে দেওয়া হয় পুলিশের উর্দি।
Last Updated: Dec 05, 2025, 00:22 IST